মোঃ আবুল কালাম লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলা গোতামারী রহমানিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট শাহ মোঃ আঃ অহেদ নুরুন্নবী নামের এক শিক্ষকের হুমকিতে ও আতঙ্কে হাতীবান্ধা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জানা গেছে, গোতামারী রহমানিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার, ইবতেদায়ী প্রধান ও পরিচ্ছন্নতাকর্মীর পদ শুন্য থাকায় নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক বরাবর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
তবে গত ২২ এপ্রিল ভারপ্রাপ্ত সুপার শাহ মোঃ আব্দুল ওয়াহেদ ওমরা হজ্জের যাবতীয় কার্যক্রম সম্পাদনের জন্য ঢাকায় গেলে তার অনুপস্থিতিতে সীল ও স্বাক্ষর জাল করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠি নিয়ে আসেন নুরুন্নবী নামের ওই ব্যক্তি।
বিষয়টি নিয়ে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সাথে আলোচনা করলে কমিটির সদস্যরাও ভারপ্রাপ্ত সুপারকে জরুরী ভাবে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য চাপ দেন।
তবে বিষয়টি অস্বীকার করে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম বলেন, ভারপ্রাপ্ত সুপার ও সুপার পদে আবেদনকারী নুরুন্নবী নামের ওই ব্যক্তির পারিবারিক সমস্যা নিয়েই যত গণ্ডগোল। নিয়োগের ব্যাপারে মাদ্রাসায় কোন সমস্যা নেই।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার শাহ মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সাথে ভাব জমিয়ে নিজেকে প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ পেতে জোর খাটাচ্ছেন নুরুন্নবী নামের ওই ব্যক্তি।