1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন

পালিয়ে যাওয়া রোগীকে খুঁজছে চিকিৎসক, না পেলে মৃত্যুর আশঙ্কা

বরিশাল প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ মে, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

কীটনাশক পান করা রোগী পালিয়েছে হাসপাতাল থেকে। সেই রোগীকে খুঁজছে ডাক্তার, নার্স ও স্বজনরা। দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, রোগীকে খুঁজে বের করে চিকিৎসা দিতে না পারলে বিষক্রিয়ায় মৃত্যুবরণও করতে পারেন।

পারিবারিক কলহের কারণে বরিশালের আগৈলঝড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মানিক মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২২) ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি দেখে পরিবারের লোকজন সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রোববার (২ মে) দুপুরে কীটনাশক সেবনকারী সাইফুল মোল্লাকে স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় চিকিৎসা দেয়া হচ্ছিল। এ সময় সাইফুল সকলের সঙ্গে ধস্তাধস্তি করে দৌড়ে পালিয়ে যান।

আগৈলঝড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন জানান, যেহেতু রোগী বিষাক্ত ওষুধ খেয়েছেন তাকে যে কোনো মূল্যে চিকিৎসা করাতে হবে। না হলে সারা শরীরে এ বিষ রক্তের সঙ্গে মিশে গিয়ে মৃত্যু হতে পারে। সন্ধ্যা পর্যন্ত রোগীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি