1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

আটকেপড়া বিদেশিদের সরিয়ে নিতে ফের খুলবে রাফাহ ক্রসিং

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৪১ বার দেখা হয়েছে

গাজা-মিসর সীমান্তের রাফাহ ক্রসিং রোববার আবারও খুলে দেওয়া হতে পারে। শনিবার অবরুদ্ধ গাজায় আটকেপড়া বিদেশি পাসপোর্টধারী ও তার নির্ভরশীলদের সরিয়ে নেওয়ার জন্য এই ক্রসিং খুলে দেওয়া হবে বলে জানিয়েছে গাজা সীমান্ত কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিশরের এই রাফাহ ক্রসিং গাজায় প্রবেশের একমাত্র প্রবেশদ্বার যেখানে ইসরাইলের কোনো নিয়ন্ত্রণ নেই। অবরুদ্ধ গাজায় ত্রাণবহর প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাফাহ ক্রসিং। এই ক্রসিং দিয়ে সরে যাচ্ছেন দেশি-বিদেশি হাজার হাজার মানুষ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনির্দিষ্ট নিরাপত্তার স্বার্থে গাজা-মিশর সীমান্ত ক্রসিং বুধবার বন্ধ করে দেওয়া হয়েছিল।
মিসরীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত ক্রসিং স্থানীয় সময় সকাল ৯টায় বিদেশি এবং চিকিৎসাকর্মীদের স্থানান্তরের কাজ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি