1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে সিটি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১৬৬ বার দেখা হয়েছে

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি।

বুধবার (২০ এপ্রিল) রাতে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। এতে ৩২ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল সিটিজেনরা। সমান ম্যাচ ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল।

ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধের অধিকাংশ সময়ই বল দখলে নিয়ে খেলে স্বাগতিকরা। ম্যাচের ২৮তম মিনিটে সিলভার শট ফিরিয়ে দেন ব্রাইটনের ত্রাতা সানচেস। এতে আরও রক্ষণাত্মক কৌশল নেয় সফরকারীরা। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটেই দলকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। সতীর্থের বাড়ানো থ্রু পাস ধরে আক্রমণে ওঠেন ডে ব্রুইনে। বেলজিয়ান ফরোয়ার্ডের পাস এক ডিফেন্ডারের পায়ে লেগে পেয়ে যান মাহরেজ। এই ফরোয়ার্ডের শটও একজনের গায়ে লেগে বল ঠিকানায় পৌঁছায়।

এর ১২ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। মাহরেজ ৬৫তম মিনিটে কর্নারে বল বক্সে না ফেলে বাড়ান বাইরে থাকা ফোডেনকে। আর ২৫ গজ দূর থেকে এই ফরোয়ার্ডের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে গোলরক্ষককে বিভ্রান্ত করে বল জালে জড়ায়।

শেষ দিকে ব্যবধান আরো বাড়ান বের্নার্দো সিলভা। ব্যাক পাস ধরে সানচেসের নেওয়া শট তার সতীর্থের কাছে পৌঁছানোর আগেই ছুটে নিয়ন্ত্রণে নিয়ে সিলভার উদ্দেশ্যে বল বাড়ান ডে ব্রুইনে। ম্যাচের ৮২তম মিনিটে বক্সের ঠিক ওপর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। বাকি সময়ে ব্যবধান কমাতে পারেনি অতিথিরা।

ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল সিটিজেনরা। লিগে আগের রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ২-২ ড্র করেছিল স্কাই ব্লুরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি