1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ

ইইউ নেতাদের কাছে যুদ্ধবিমান চাইলেন জেলেনস্কি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ বার দেখা হয়েছে

ইউক্রেনকে যুদ্ধবিমান ও অস্ত্র সরবরাহ করতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্ট ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি জেলেনস্কির দ্বিতীয় বিদেশ সফর।
তিনি বলেছেন, ‘আমাদের সহযোগিতার গতিশীলতা বাড়াতে হবে। রুশ আগ্রাসন বাড়ার আগেই এটি করতে হবে। ’
বেশকিছু ইইউ নেতা ইতোমধ্যেই জোর দিয়ে বলেছেন যে, যুদ্ধবিমান নিয়ে সিদ্ধান্ত হবে সম্মিলিত পদক্ষেপ। যদিও অনেকে জনসম্মুখে এই বিতর্কটি এড়াতে আগ্রহী।
এর আগে ইউরোপীয় পার্লামেন্টে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানানো হয়।
জেলেনস্কি বলেছেন, কিছু চুক্তি করা হয়েছে যা ইতিবাচক ছিল। কিন্তু এখনো এগুলো প্রকাশ হয়নি।
এদিকে ইউক্রেনে যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে যুক্তরাজ্য বলেছে, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যুক্তরাজ্য ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেবে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জানিয়েছেন, তার দেশ শুধুমাত্র ‘ন্যাটো গঠনের মধ্যেই’ কাজ করতে পারে। অন্যদিকে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, বিষয়টি নিয়ে বন্ধ দরজার পেছনে আলোচনা করা উচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি