1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ন

কোহলিদের কোচ হলেন অ্যান্ডি ফ্লাওয়ার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৫৬ বার দেখা হয়েছে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের ডিরেক্টর অব ক্রিকেট ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। সেই ফ্লাওয়ারকেই হেড কোচ হিসেবে নিয়োগ দিল বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আজ শুক্রবার সকালে নিজেদের অফিসিয়াল টুইটারে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আরসিবি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত শিরোপা জিততে ব্যর্থ আরসিবি। নিজেদের ভাগ্য বদলাতে এবার বেশ আগে থেকেই পরের মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন মৌসুমের আগে দলটি তাদের কোচিং স্টাফ পরিবর্তন করেছে।
টিম ডিরেক্টর মাইক হেসন এবং প্রধান কোচ সঞ্জয় বাঙ্গারের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কোহলির দল। হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপজয়ী কোচ ও জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারকে। ফ্লাওয়ারের সঙ্গে আরসিবিতে দেখা যেতে পারে এবিডি ভিলিয়ার্সকে। মেন্টর হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককে ফিরিয়ে আনতে পারে ব্যাঙ্গালুরু।
বেঙ্গালুরুর আগে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করেছেন ফ্লাওয়ার। মাত্র দুই মৌসুম খেলা আইপিএলের নবীনতম দলটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ফ্লাওয়ারের অধীনে লখনৌ পরপর দুই বছরেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল। লখনৌয়ের আগে পাঞ্জাব কিংসের সঙ্গেও কাজ করেছিলেন ফ্লাওয়ার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছাড়াও আন্তর্জাতিক কোচিংয়েও বেশ সফল ফ্লাওয়ার। ২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেই সময়ে ফ্লাওয়ার ছিলেন দলটির প্রধান কোচ। তার কোচিংয়ে ইংল্যান্ড ২০১০-১১ সালে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছিল এবং ভারতের মাটিতে টেস্ট সিরিজেও টিম ইন্ডিয়াকে পরাজিত করেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি