1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন

জিম্বাবুয়ে শিবিরে শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের আঘাত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর ওয়ানডেতে ফিরেই ছন্দে ফিরেছে বাংলাদেশ। টপঅর্ডারের ৪ জনের হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।

৩০৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়েছে জিম্বাবুয়ে। শুরুতেই মোস্তাফিজ-শরিফুলের জোড়া আঘাতে টালমাটাল স্বাগতিকরা। প্রথম ওভারেই অভিজ্ঞ ওপেনার রেগিস চাকাভাকে হারিয়েছে তারা।

প্রথম ওভারটি করতে এসে নিজের পঞ্চম বলে উইকেটকিপার-ব্যাটার চাকাভাকে স্টাম্প উড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান।

অফস্টাম্পের বাইরে পিচ করে আরও বেরিয়ে যাচ্ছিল বল। চাকাভা বলের পিচে না গিয়ে জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করেন গায়ের জোরে মারার। ব্যাটের কানায় লেগে বল চলে আসে স্টাম্পে। ৬ বলে ২ রান করে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক।

পরের ওভারেই ঠিক ৫ম বলেই আবার জিম্বাবুয়ে শিবিরে আঘাত। এবার সাফল্য পেয়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম।

অফ স্টাম্পের বেশ বাইরে ফুল লেংথ বলটি উড়িয়ে মারার চেষ্টায় বলের নিচে যেতে পারেননি মুসাকান্দা। টাইমিংয়র গড়বড়ে বল উঠে যায় সোজা ওপরে। বৃত্তের ভেতর কাভারে সহজ ক্যাচ নেন মোসাদ্দেক হোসেন। ৫ বলে এক বাউন্ডারিতে ৪ রান করে আউট হয়েছেন মুসাকান্দা।

এ প্রতিবেদন লেখার সময় ৬ ওভারে ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৩১ রান।

এর আগে হারারেতে আজ শুক্রবার দুপুরে টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। আর আগে ব্যাটিং পেয়ে জ্বলে ওঠেন তামিম, লিটন, বিজয় ও মুশফিক। টপঅর্ডারের ৪ জনের হাফসেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ৩০৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি