1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে পাকিস্তানের হার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১২৮ বার দেখা হয়েছে

২৪ বছর পর পাকিস্তান সফরে এসে বড় সাফল্য নিয়েই ফিরছে অস্ট্রেলিয়া দল। টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডেতে হেরে গেলেও এবার একমাত্র টি-টোয়েন্টিতে নিজের শ্রেষ্ঠত্য প্রমাণ করল অজিরা।

মঙ্গলবার রাতে একমাত্র টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জিতেছে সফরকারীরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য অজিরা পৌঁছে যায় ৫ বল হাতে রেখে।

ওয়ানডে সিরিজে ফর্মহীন থাকা অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টিতে ফিরেছেন ফর্মে। ৪৫ বলে খেলেছেন ৫৫ রানের ইনিংস। তার ওপেনিং সঙ্গী ট্রাভিস হেড করেছেন ২৬। জশ ইংলিশ ২৪ ও মার্কাস স্টয়নিস ২৩ রান করেন। বেন ম্যাকডারমট অপরাজিত থাকেন ২২ রানে।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২টি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৬৭ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ২০ ওভার শেষে পাকিস্তান পায় ৮ উইকেটে ১৬২ রানের স্কোর। ৪৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন বাবর। এছাড়া খুশদিল শাহের ব্যাট থেকে ২৪ ও রিজওয়ানের ব্যাট থেকে ২৩ রান আসে।

অস্ট্রেলিয়ার নাথান এলিস ২৮ রানে চার উইকেট নেন। তবে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি