1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন

নাঈমের সেঞ্চুরিতে সমতায় ফিরল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১১১ বার দেখা হয়েছে

সিরিজের প্রথম ওয়ানডেতে নিজেদের মেলে ধরতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ঠিকেই জ্বলে উঠে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটার। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দারুণ এক সেঞ্চুরি উপহার দেন নাঈম শেখ। এদিকে সাব্বির রহমান তুলে নেন হাফসেঞ্চুরি। তাদের নৈপুণ্যে বাংলাদেশ দল পেয়ে যায় বড় পুঁজি। পরে রেজাউর রহমান রাজা ও মুকিদুল ইসলাম মুগ্ধের বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে ৪৪ রানে হারিয়ে সিরিজে সমতায় ফেরে লাল-সবুজ প্রতিনিধিরা।

সেন্ট লুসিয়ার ড্যারেন সামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার নাঈম শেখ খেলেন ১০৩ রানের ইনিংস। এদিকে সাব্বির রহমান ৫৮ বলে ৬২ রান করেন। পরে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। এতে ৪৪ রান ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। সফরকারীদের হয়ে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া রাজা নেন ২ উইকেট।

বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচের উইকেটে গতি ও বাউন্স আগের দিনের চেয়ে ছিল একটু কম। সেটাই কাজে লাগাগেন ওপেনার নাঈম। যদিও আরেক ওপেনার সৌম্য সরকার ৬ রানে বোল্ড হন বাজে শটে। তবে দ্বিতীয় উইকেটে সাইফ হাসানের সঙ্গে ৫৭ রানের জুটিতে ধাক্কা সামাল দেন নাঈম। পরে তৃতীয় উইকেটে অধিনায়ক মিঠুনের সঙ্গে যোগ করেন ৯৩ রান। এই জুটি ভাঙার আগে শতক তুলে নেন নাঈম। ১১৭ বলে ১৪ চার ও ১ ছয়ে ১০৩ রান করে থামেন তিনি। শেষদিকে দলের রান বাড়ানোর দায়িত্ব নেন সাব্বির। সঙ্গী হিসাবে পান শাহাদত হোসেন দিপুকে। ২৪ রান করেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য দিপু। তার বিদায়ের পরেই হাফসেঞ্চুরি তুলে নেন সাব্বির। শেষ পর্যন্ত ৫৮ বলে ৬২ রান করেন তিনি। ১২ বলে অপরাজিত ১৮ রান করেন জাকের আলি অনিক। বাংলাদেশ ‘এ’ দল থামে ৬ উইকেটে ২৭৭ রানে।

২৭৮ রানের লক্ষ্য দিয়েও বল হাতে শুরুটা বৃহস্পতিবার ভাল করতে পারেনি বাংলাদেশ। এ সুযোগে ক্যারিবীয় দুই ওপেনার ত্যাগনারাইন চন্দরপল ও জশুয়া ডি সিলভা ২০ ওভার ২ বল খেলে যোগ করেন ৯৩ রান। শেষ পর্যন্ত ৩৮ রানে থাকা চন্দরপলকে ফিরিয়ে বিপজ্জনক এ জুটি ভাঙেন পেসার ভাঙেন রেজাউর রহমান রাজা। অধিনায়ক সিলভা অবশ্য ফিফটির দেখা পান। ৬৮ রানে থাকা সিলভাকে নিজের দ্বিতীয় শিকার বানান রাজা।

পরে সফরকারী বোলারদের ধারাবাহিক বোলিংয়ে সুবিধা করতে পারেনি উইন্ডিজ ‘এ’ দল। টেডি বিশপ ৩১, অ্যান্ডারসন ফিলিপস ১৫ রান করে আউট হলে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয় তারা। শেষদিকে ব্রায়ার্ন চার্লসের অপরাজিত ২৯ রানের ইনিংস হারের ব্যবধান কমিয়েছে শুধু। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। এতে ৪৪ রান ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।

আগামী ২০ আগস্ট সেন্ট লুসিয়ার ড্যারেন সামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি