1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৫৮ পূর্বাহ্ন

পরিত্যক্ত স্থানে খেলার মাঠ ও শিশুদের জন্য বিনোদন জোন গড়ে তোলা হবে: চসিক মেয়র

কেফায়েতুল্লাহ কায়সার
  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার দেখা হয়েছে

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম:

ক্রীড়াক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭, বালক) বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন দল মেয়র রেজাউলের কাছে চ্যাম্পিয়ান ট্রফি হস্তান্তর করে।

এ উপলক্ষে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বলেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তুলছি। এছাড়া বিভিন্ন পরিত্যক্ত স্থানেও খেলার মাঠ ও শিশুদের জন্য জোন গড়ে তোলা হচ্ছে। ক্রীড়াক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন চৌধুরী, সচিব খালেদ মাহমুদ, পুলক খাস্তগীর,  আতাউল্লা চৌধুরী,  নূর মোস্তফা টিনু, আবদুল মান্নান, হুরে আরা বেগম, আনজুমান আরা, সিটি কর্পোরেশন একাদশের সাধারণ সম্পাদক আলী আকবরসহ বিজয়ী দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি