1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

প্রবাসী ব্যবসায়ীদের দেশের কৃষিখাতে বিনিয়োগের আহ্বান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১১৫ বার দেখা হয়েছে

লন্ডনের বাংলাদেশ দূতাবাসে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতাদের সাথে মতবিনিময় করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীদের দেশের কৃষিখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৫ নভেম্বর) লন্ডনের স্থানীয় সময় বিকেলে এ মতবিনিময় সভা হয়েছে।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে কৃষিপণ্যের বাণিজ্যিক উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে অপার সম্ভাবনা রয়েছে। সে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে দেশে বিনিয়োগের সব সুবিধা রয়েছে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বাড়তি কার্গো বিমান ভাড়া, স্ক্যানিং সমস্যা, কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজের সমস্যাসহ নানা সমস্যা তুলে ধরেছেন। এছাড়া গ্লোবাল গ্যাপ (উত্তম কৃষি চর্চা) মেনে ফসল উৎপাদন, সংরক্ষণ ও সার্টিফিকেট প্রদানের আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে তারা কৃষিমন্ত্রীর নেতৃত্বে সরকারি-বেসরকারি প্রতিনিধিদলের এ সফরের প্রশংসাও করেছেন।

এ দিকে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাঁধাসমূহ নিরসনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো ব্যবসায়ীদের অবহিত করে কৃষিমন্ত্রী বলেছেন, রপ্তানি বৃদ্ধিতে আধুনিক কৃষি চর্চা মেনে ফসল উৎপাদন, রপ্তানি উপযোগী জাতের ব্যবহার, আধুনিক প্যাকিং হাউস নির্মাণ, অ্যাক্রিডিটেড ল্যাব স্থাপনসহ নানা কাজ চলমান রয়েছে।

২০২৫ সালের মধ্যে ২ লাখ ৫০ আলু রপ্তানি এবং ২০২২-২৩ অর্থবছরে কৃষিপণ্যের রপ্তানি ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে, ইতোমধ্যে ২টি খসড়া রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মতবিনিময় সভায় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বিবিসিসিআইর হেড অব এডভাইজরি বোর্ড শাহগীর বখত ফারুক, প্রেসিডেন্ট বশির আহমেদ, ডিরেক্টর রফিক হায়দার, পাথফাইন্ডারের সিইও ইফতি ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম চৌধুরী নাদেল এবং সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি