1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেস কাউন্সিলে ১৫ ই আগষ্ট শোক সভা অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৯২ বার দেখা হয়েছে

ইতিহাসের মহানায়ক স্বাধীন  বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে অদ্য সকাল ১১ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক আলেঅচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) জনাব শ্যামল চন্দ্র কর্মকার  স্বাগত বক্তব্য প্রধান করেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন।আলোচনা সভায় সভপতিত্ব করেন প্রেস কাউন্সিলের মাননীয়  চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। আলোচনা সভায় সম্মানিত অতিথি  হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের  উপদেস্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মোজাফ্ফর হোসেন পল্টু, দি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব ইকবাল সোবহান চৌধুরী,বিশিষ্ট কবি, বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত সদস্য জনাব মুহম্মদ নুরুল হুদা, বাংলঅদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত  সদস্য জনাব মনজুরুল  আহসান বুলবুল, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক  ও জে এ টিভির চেয়ারম্যান ও  প্রকাশক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত  সদস্য জনাব এম জি কিবরিয়া চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ  ফেডারেল  সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির  সদস্য ও বাংলাদেশে প্রেস কাউন্সিল সম্মানিত  সদস্য ডা.উৎপল কুমার সরকার। আলোচনা  সভার শুরুতে  উপস্থিত সবাই দাড়িয়ে  জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শাহাদাহবরনকারীর সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে  এক মিনিট নিরবতা পালন করেন । আলোচনা সভায়  আলোচকবৃন্দ বলেন, বঙ্গবন্ধু  ও বাংলাদেশ অভিন্ন  সত্ত্বা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করে যেতে হবে। আলোচনা সভা শেষে জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শাহাদাহবরনকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয় করা হয়। দোয় পরিচালনা করেন মাওলানা শামীম আহসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি