1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০১ মে ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ছেলে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ বার দেখা হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় বসেছে ছেলে মো. সৈকত। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৈকত।

এসএসসি পরীক্ষার্থী সৈকত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাস্টারপাড়া গ্রামের দু’বারের ইউপি সদস্য মৃত মো. শফিউল আলম সুরুজের ছেলে।

বীরগঞ্জ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় মারা যান মো. শফিউল আলম সুরুজ। তার জানাজা আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে গেছে সৈকত।

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা মৃত্যুবরণ করার পরও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে হচ্ছে তাকে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস বলেন, আমরা পরীক্ষার হলে খোঁজ-খবর নিয়ে সত্যতা নিশ্চিত হয়েছি। ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছি। সেইসঙ্গে মেধাবী শিক্ষার্থী সৈকতের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি