1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

ভূমিহীন নেতা লিটন এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সিলেট সদর উপজেলার শাখার সংগ্রামী যুগ্ম আহবায়ক হুসাইন আহমদ লিটন এর উপর সন্ত্রাসী হামালা প্রতিবাদে ও সন্ত্রাসিদের অবিলম্বে প্রেপ্তারের দাবীতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ও ১৫০ টি ভূমিহীন পরিবার গত ০১ মার্চ, ২০২১ বিকাল ০৫ ঘটিকার সময় টুকের বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি গৌরিপুর গ্রাম থেকে শুরু করে টুকের বাজার ও তেমুখী বাইপাস হয়ে টুকের বাজার সি এনজি স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট সদর উপজেলার আহবায়ক বিশিষ্ট মুরব্বী মোঃ ছাত্তার মিয়া, রমজান আলী পটুর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সদর উপজেলার যুগ্ম আহবায় হুসাইন আহমদ লিটন, অন্যতম নেতা খালেদ আহমদ, শাহীন মিয়া, ফারুক মিয়া, প্রবীন মুরুব্বী মনির মিয়া. ভূমিহীন নেত্রী রেহানা বেগম প্রমুুখ। বক্তারা বলেন গত ১৯ ফেব্রুয়ারী সকাল ০৯.৩০ ঘটিকার সময় আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা নিতাই বাবু হুসাইন আহমদ লিটনকে মোবাইল ফোনে কলদিয়ে বলেন এসিল্যান্ড মহোদয় ভূমিহীনদের জমি বন্দোবস্ত দেওয়ার লক্ষ্যে জমি মাপার জন্য আসবেন। এতে আপনার উপস্থিতি এবং সহযোগীতার প্রয়োজন। নিতাই বাবু সাথে সরকারী কাজে সহযোগীতার জন্য সুরমা নদীর দক্ষিণ পাড়ে গেলে নিতাই বাবুর সামনে সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক অতর্কিতভাবে আক্রমন করে গুরুতর জখম করে। জালালাবাদ থানার এজহার করলেও এজহার এখনও রেকর্ড করেনি। তাই অবিলম্বে এজহার রেকর্ড করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার কথা বলেন এবং টুকের বাজারের ১৫০ টি নদী ভাঙনে ভূমিহীন পরিবারকে সরকারী খাসজমি বন্দোবস্ত ও আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে পূর্ণবাসিত করার দাবীতে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে । ভূমিহীন পরিবারগণ দীর্ঘ দিন যাবত জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান, পররাষ্ট্র মন্ত্রীর নিকট আবেদন, পররাষ্ট্র মন্ত্রীর সুপারিশ নিলেও তাদের দাবী বাস্তাবায়ন হয়নি। সর্বশেষে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাসজমি পরির্দশন করে এসিল্যান্ডকে নির্দেশ দিলে গত ১৯ ফেব্রুয়ারী এসিল্যন্ড কর্মকর্তা সরেজমিনে পরিদর্শনের আসেন ঐ দিনই এসিল্যান্ড কর্মকর্তা আসার আগে সকাল সাড়ে দশটায় লিটনের উপরে আক্রমন হয়। কিন্তু আজ পর্যন্ত আক্রমনকারীদের গ্রেপ্তার করা হয়নি এবং ভূমিহীনদের ব্যবস্থাও করা হয়নি। তাই অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ভূমিহীনদের আশ্রয়নের ব্যবস্থার জোর দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি