1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৮ মে ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

রাখির জন্য আমি বিয়ে করতে পারিনি : তনুশ্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৭৮ বার দেখা হয়েছে

সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। মুম্বাইয়ের ওশিয়ারা থানায় মানসিক হেনস্তা ও সম্মানহানির জন্য এ মামলা করেন এই অভিনেত্রী।

থানা থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তনুশ্রী। এ সময় তিনি বলেন, ‘রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করতে থানায় এসেছি। ২০১৮ সালে ‘মি টু’ মুভমেন্টের সময় রাখি যেভাবে আমাকে মানসিকভাবে হেনস্তা করেছিলেন তার জন্য এই অভিযোগ করলাম। নানা কারণের জন্য একাধিক পেনাল কোডে মামলাটি দায়ের করেছি।’
পুলিশ খুব শিগগির রাখির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। তা জানিয়ে তনুশ্রী বলেন, ‘রাখি সাওয়ান্ত আমার বিরুদ্ধে যেসব মন্তব্য করেছেন, তার প্রত্যেকটার রেকর্ড বানিয়েছি। আমি তাকে ছাড়ব না। আইনগত প্রক্রিয়া শুরু, পুলিশ খুব শিগগির তাদের কাজ শুরু করবেন।’
তনুশ্রীর সম্মান ডুবিয়েছেন রাখি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘রাখির কারণে আমি অনেক মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছি। সে যে ধরনের কথা বলেছে তা আমি নিতে পারিনি। লাইমলাইটে থাকার জন্য রাখি প্রতি বছর কোনো না কোনো নতুন বিষয় নিয়ে হাজির হন। রাখি আমার সমস্ত সম্মান ডুবিয়ে দিয়েছে।’
রাখির কারণে বিয়ে করতে পারেননি তনুশ্রী। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘রাখি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করে কথা বলেছে। রাখির জন্য আমি বিয়ে করতে পারিনি। দীর্ঘদিন তিনি আমাকে বিরক্ত করেছেন।’
রাখির সঙ্গে জটিলতার সূত্রপাতের কথা জানিয়ে তনুশ্রী বলেন, ‘রাখিকে সরিয়ে ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমায় নির্মাতারা আমাকে কাস্ট করেন। এরপর নানা পাটেকরের জন্য আমাকে সরিয়ে আবার রাখিকে সিনেমাটিতে নেওয়া হয়। এটা পুরোপুরি একটা প্ল্যান ছিল, যাতে ওরা আমার নাম ব্যবহার করে পাবলিসিটি পায়। আমার সমস্ত চেক বাউন্স করিয়েছিল। পুরোটাই একটা প্ল্যান ছিল আর রাখি এর অংশ ছিল।’
২০১৮ সালের ঘটনার জন্য এখন কেন মামলা করলেন? এ প্রশ্নের জবাবে তনুশ্রী বলেন, ‘নানা পাটেকরের বিরুদ্ধে ২০০৮ এবং ২০১৮ সালে মামলা করেছি। ২০১৮ সালে রাখি নোংরা এবং সস্তা ভিডিও বানিয়ে আমাকে অসুস্থ করে দিয়েছিলেন। আমি আবার ফিরে এসেছি, এখন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’
খবর টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি