1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

সন্দ্বীপ ওয়েলফেয়ার সোসাইটির চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠানে বক্তারা: প্রতিভা বিকাশে শিশুকে সৃজনশীল কাজে যুক্ত রাখতে হবে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ বার দেখা হয়েছে

কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম :

সারা দেশের মত সন্দ্বীপ ওয়েলফেয়ার সোসাইটিও পালন করল ৭২ তম অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের ভাষা আমাদের অর্জন।

অমর একুশ আমাদের অহংকার। শহীদ দিবসের এ- আচার শিশু কিশোরদের মাঝে জানান দিতে নগরীর হালিশহর আই-ব্লক, গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ে আজ বিকালে উন্মুক্তভাবে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

প্রতিযোগীতায় নগরীর বিভিন্ন বিদ্যালয়ের নার্সারী থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন  বলেন, সকল জাতি-গোষ্ঠীর মাতৃভাষা তাঁর জন্য গৌরবের। আমরা সব জাতির ভাষাকে সম্মান করবো।

বাংলা ছাড়াও দেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আছে নিজস্ব মায়ের ভাষা। তবে বাংলা ভাষা ১৯৫২ সালে ভাষা শহীদদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমাদের এক ঐতিহাসিক অর্জন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন ও আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ সর্বত্র বাংলা ভাষা ব্যবহারে গুরুত্বারোপ করেন।

শিশুদের উদ্দেশ্যে বক্তারা  আরও বলেন, দেশ হলো মায়ের মত, আমরা মা-কে যেমন ভালোবাসি, তেমনি দেশকেও ভালোবাসতে হবে।

চিত্রাংকন প্রতিযোগীতায়  ক- গ্রুপে -৬ জন এবং খ- গ্রুপে ৬- জনসহ মোট ১২জনকে বিজয় ঘোষণা করা হয়।

বিজয়ীদেরকে আয়োজক সংগঠন শীঘ্রই আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে পুরষ্কার প্রদান করবেন।  একই সাথে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকেও সৃজনশীলতায় আরো উৎসাহীত করতে পুরস্কারের আওতাভুক্ত করেছেন মর্মে জানিয়েছেন।

এ-সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা সোনালী ব্যাংকের সাবেক জিএম আবুল কালাম আজাদ, সমাজ সেবক  সাইফুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অধ্যাপক শামছুল কবীর শামীম, সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, নির্বাহী সদস্য, কাজী মামশাদ, আবছার উদ্দিন রাজু, সফিকুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আলাউদ্দিন আলী, মোহাম্মদ আলী  প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি