1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

সিলেটে নৌকার প্রার্থীর পক্ষে জনগণ ঐক্যবদ্ধ : নানক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৯৬ বার দেখা হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সিলেটের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দুর্বলতা রয়েছে। নগর উন্নয়নে তিনি দুহাত খুলে বরাদ্দ দিয়েছেন। তাই, এবারের নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ।’
বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নানক।

তিনি বলেন, ‘দলে খন্দকার মোশতাকের অনুসারী যেমন রয়েছে, তেমনি মুজিবাদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মীও রয়েছেন। মোশতাক বাহিনীর কারণেই বিগত দিনে এই নগরের অভিভাবক বদর উদ্দিন আহমদ কামরানকে হারতে হয়েছে। এবার সেই সুযোগের পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ।’
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সিলেট সিটি করপোরেশেনের নির্বাচন ২১ জুন। নির্বাচন কমিশন যে কোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্ত জনসমর্থন হারানো বিএনপি এই নির্বাচনে নাখোশ।’
তিনি আরও বলেন, ‘বিএনপি মুখে নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও ভেতরে ভেতরে নিজেদের পছন্দের প্রার্থীকে মাঠে রাখতে মরিয়া। আমরা বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাই। কিন্তু তাদের দ্বৈতনীতিকে ধিক্কার জানাই।’
নানক বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। সুতরাং বৃহৎ এই দলে একাধিক যোগ্য প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণ করতে চাইবে। দিন শেষে দলের মনোনীত প্রার্থীর পক্ষেই সবাই একযোগে কাজ করে যাবে । এটাই আওয়ামী লীগ।’
সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্ব করেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের সঞ্চালনায় এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রধান বক্তা ছিলেণ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
এ ছাড়া সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিফুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি