1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

সৈয়দপুরে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

শাহজাহান আলী মনন 
  • আপডেট : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩৫৩ বার দেখা হয়েছে
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১০জনের কাছে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ৫ এপ্রিল সোমবার শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়ক, শহীদ তুলশীরাম সড়ক, শেরে বাংলা সড়ক ও বঙ্গবন্ধু সড়ক থেকে ওই জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাসিম আহমেদ এবং সহকারি কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম শহরের ওইসব সড়কে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। এতে খাবার হোটেল, হার্ডওয়্যার প্রতিষ্ঠান ও ইলেক্ট্রনিকস দোকান থেকে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করেন এবং লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা না রাখার জন্য সতর্ক করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ বলেন, সরকার ঘোষিত লকডাউন প্রতিপালনের আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। কেউ যাতে লকডাউন অমান্য করতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ আছি। প্রথম দিন জরিমানার মাধ্যমে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে লকডাউন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি