1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

স্বাস্থ্য সম্মেলনে অংশ নিতে ভারত গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৬৪ বার দেখা হয়েছে

বিশ্ব স্বাস্থ্যসেবাকে একীভূত স্বাস্থ্যসেবার আওতায় আনার লক্ষ্যে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় তিন দিনব্যাপী একটি সেমিনারের আয়োজন করেছে। এতে অংশ নিতে দিল্লি গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দিল্লির প্রগতি ময়দানে ২৬ থেকে ২৮ এপ্রিল ‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ শিরোনামে হবে এই সেমিনার।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বিজি ৩৯৭-এর একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের দিল্লির গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, বিশ্বব্যাপী সমমানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারত্ব বৃদ্ধি করা। সম্মিলনে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, সার্কভুক্ত দেশগুলোসহ বিশ্বের ৭০টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে ভারতের বিখ্যাত হাসপাতালগুলো, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সংস্থাগুলো এবং বিখ্যাত চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি সম্মেলন, আলোচনা সভা, আঞ্চলিক ফোরাম, বিটুবি মিটিং অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ এপ্রিল রাতে সম্মেলন শেষে স্বাস্থ্যমন্ত্রী দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি