1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২৬ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে ভূমি সেবা সপ্তাহ পলন

রওশন আরা পারভীন শিলা
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩০৪ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ-“ ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ভমি সেবা সপ্তাহ পালন করা হয়। রোবার(6 জুন) দুপুরে উপজেলা ভূমি অফিস  চত্বরে ভূমি সেবা সফল ভাবে সম্পন্ন করার জন্য এবং উপজেলার সকল মানুষের নিকট ভূমি সেবা আরো সহজতর করার জন্য রোববার (6জুন)দুপুরে উপজেলা ভূমি অফিস হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় ও প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।এ সময় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম সাংবাদিকদের জানান, উক্ত সময় সেবা গ্রহিতাদের তাৎক্ষণিক ভাবে বিভিন্ন ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পরামশ, নির্দেশনা প্রদান সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হবে।তিনি আরো বলেন, সন্মানিত সেবা গ্রহিতাদের এসব বিষয়ে অবগত করার জন্যই আজকের এই প্রেস ব্রিফিং এর আয়োজন। এসময় নওগাঁ জেলার ও আত্রাই উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গোলাম মোস্তফা,উপজেলা ভূমি অফিসের নাজির সুমন কুমার হাজরা,উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারী মোঃ রুবেল হোসেন,মনিয়ারী ইউনিয়ন ভূমি সহকারী কমকর্তা আশরাফুল ইসলাম, ভোঁপাড়া-পাঁচুপর ইউনিয়ন ভূমি উপসহকারী জাকির হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রেস ব্রিফিং পূর্বে গনসচেতনতা লক্ষে করোনা ভাইরাসের সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত একটি র‌্যালী বের হয়।উক্ত র‌্যালীতে নের্তৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি