1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১২৯ বার দেখা হয়েছে

আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মেগা এই টুর্নামেন্টের আগে সে দেশে গিয়ে একটি প্রস্তুতি ক্যাম্প আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে আগে ম্যাচ প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ মঙ্গলবার চট্টগ্রামে সংবাদমাধ্যমকে এই তথ্য দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, ‘আপনারা জানেন আমাদের কতগুলো টি-টোয়ান্টি ম্যাচ আছে। ১৬ টার বেশি আমরা ম্যাচ খেলব। অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে ওখানে (অস্ট্রেলিয়া) যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশীয় সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে।’

ত্রিদেশীয় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের পাশাপাশি পাকিস্তানের থাকার সম্ভাবনার কথা বলেন জালাল ইউনুস, ‘ক্যাম্পে সাত-আটদিন আমরা অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। হয়তো ক্রাইস্টচার্চে হবে। ওখানে একটা ত্রিদেশীয় সিরিজ হবে। এখনো ফাইনাল হয়নি, তবে মোস্ট প্রোব্যাবলি পাকিস্তান হবে।’

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অন্তত ৪টি ম্যাচ খেলার আলোচনা চলছে। ফাইনালে উঠলে সংখ্যাটা বেড়ে দাঁড়াবে পাঁচে। সঙ্গে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় যে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা, সেখানেও প্রস্তুতি ম্যাচ খেলার ভাবনা আছে বিসিবির।

জালাল বলছিলেন, ‘মিনিমাম ৪টা ম্যাচ হবে ওখানে। তার আগে আমরা যখন অনুশীলন ম্যাচ খেলব, রেডব্যাকের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলব। রেডব্যাক ওদের বিগ ব্যাশের টিম।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি