1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:১২ অপরাহ্ন

সমাজকল্যাণের সচিব হিসেবে যোগ দিলেন জাহাঙ্গীর আলম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৬৫ বার দেখা হয়েছে

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করেছেন মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৯ মে) তিনি যোগদান করে তার অফিস কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর-সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থা প্রধানরা নব-নিযুক্ত সচিবকে অভিনন্দন জানান।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এর আগে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। ১৮ মে জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সমাজকল্যাণ সচিব হিসেবে পদায়ন করে।

মো. জাহাঙ্গীর আলম ১৯৯৩ সালে যোগদান করে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঝিনাইদহ, পঞ্চগড়, রাজশাহী, লালমনিরহাট ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাঠ পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন।

তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে এগ্রো-ফরেস্ট্রি ও এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি