1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

জাতিসংঘ দূত মিয়ানমারের জান্তাদের সঙ্গে বৈঠকে বসছেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৭ বার দেখা হয়েছে

জাতিসংঘের নতুন বিশেষ দূত বুধবার মিয়ানমারের জান্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন তবে তিনি ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করতে চাইবেন কি-না সে প্রশ্নের জবাব দেননি।

জাতিসংঘ বলেছে, সংকটে জর্জরিত দেশটিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া নোলিন হাইজারের এই সফরে ‘অবনতিশীল পরিস্থিতি এবং তাৎক্ষণিক উদ্বেগগুলোকে মোকাবেলায় মনোনিবেশের পাশাপাশি তার দায়িত্বের অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে।’

তিনি আটক সু চির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন কি-না তা স্পষ্ট নয়, সেনাবাহিনীর অভ্যুত্থানের পর থেকে কারাগারে থাকা সু চিকে সোমবার আরও একটি গোপন জান্তা আদালত সাজা দেয়ায় তার সাজার মেয়াদ বেড়ে মোট ১৭ বছর হয়েছে।

পুলিশ ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর পাহারায় হেইজার বুধবার তার হোটেল থেকে বের হয়ে মোটর শোভাযাত্রায় রওনা হওয়ার সময় তিনি কার সাথে দেখা করবেন সে বিষয়ে এএফপি’র প্রশ্নে তিনি সাড়া দেননি।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। তীব্র প্রতিরোধ ছড়িয়ে পড়ে এবং অনানুষ্ঠানিক মিলিশিয়াদের উত্থান ঘটে।

জাতিসংঘ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর ব্লকের নেতৃত্বে দেশটির সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় সামান্য অগ্রগতি হয়েছে, তবে জেনারেলরা বিরোধীদের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হেইজারকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত বছর নিয়োগ দেন। তিনি সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রনার বার্গেনারের স্থলাভিষিক্ত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি