1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

হবিগঞ্জের চুনারুঘাটে শান্তিপুর্নভাবে ভোট গ্রহন চলছে

মোতাব্বির হোসেন কাজল
  • আপডেট : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপুর্নভাবে ভোটগ্রহণ চলছে। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে ছিল ভোটাদের উপস্থিতি চোখে পড়ার মত। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটাররা ছিল বেশি।
এ পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৩জন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদন্ধীতা করছেন ১১জন প্রার্থী। ১১টি কেন্দ্রে মোট ভোটার ১৪ হাজার ৪০২, এর মধ্যে পুরুষ ভোটার ৭১১১ জন ও নারী ভোটার রয়েছে ৭৩৯১জন।
প্রতিটি কেন্দ্রে আইনশৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে র‌্যাব, পুলিশ ও বিজিবি।
নির্বাচন কর্মকর্তা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি