1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন

অবশেষে বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৬৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরে লাফিয়ে লাফিয়ে স্বর্ণের দাম বাড়ছিল। একপর্যায়ে প্রতি আউন্সের দর ২০০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। অবশেষে বুধ্বার (১ নভেম্বর) নিরাপদ আশ্রয় ধাতুটির দরপতন ঘটেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
সেই সঙ্গে ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, আপাতত সুদহার কমানোর চিন্তাভাবনা তাদের রাডারে নেই। ফলে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ১৯৭৬ ডলার ৩৯ সেন্টে।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১৯৮৭ ডলার ৫০ সেন্টে।
সুদের হার স্থিতিশীল রেখেছে ফেড। তবে মুদ্রানীতিতে ঋণের খরচ আরও বাড়ানোর জন্য দরজা খোলা রেখেছে তারা। তাতে স্পষ্ট, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে। ফলে কঠোর পলিসি গ্রহণ করে যেতে পারে ইউএস কেন্দ্রীয় ব্যাংক।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষক সুকি কুপার বলেন, এখনও বিশ্বজুড়ে সামষ্টিক অর্থনৈতিক মন্দার ঝুঁকি রয়ে গেছে। ভূ-রাজনৈতিক সংকট সেই আশঙ্কা জিইয়ে রেখেছে।
তিনি আরও বলেন, প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের শক্তি ক্রমবর্ধমান রয়েছে। দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ রাখার প্রত্যাশা আছে। মূল্যস্ফীতির চাপ কমাতে তোড়জোড় করছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। এতে পরিষ্কার বৈশ্বিক মন্দার সম্ভাবনা আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি