1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১১ মে ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

আন্তর্জাতিক কবি সম্মেলন: জাতীয় কবি পরিষদ (জাকপ) সাহিত্যে বিশেষ ভূমিকা রাখার জন্য সম্মাননা পেলেন কবি সেলিনা আহমেদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১০০ বার দেখা হয়েছে

কবিতাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় । কবিতা মানুষকে ভালোবাসতে শেখায়। কবিতা হচ্ছে পাখির মত, সে থাকে সব জায়গায় । পাখি যেমন গাছের ডালে লাফিয়ে লাফিয়ে উড়ে বেড়ায়, কবিতা ও ঠিক তেমনি । আর কবি হচ্ছেন শিকারী। সে যদি ওই চঞ্চল দুষ্ট উড়তে থাকা পাখিটাকে ধরতে পারে, তবেই সে কবি, আর না পারলে ব্যর্থ শিকারী । দেশের সর্ববৃহৎ অনলাইন সংগঠন শুদ্ধসাহিত্যচর্চার অন্যতম ধারক ও বাহক জাতীয় কবি পরিষদ।(জাকপ) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনের হলরুমে  জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কবি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য কবি লেখক ও সঙ্গীত শিল্পীগণ উপস্থিত ছিলেন । এতে দেশি-বিদেশি লেখকদের পদচারণায় আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে শিশু একাডেমী প্রাঙ্গণ । বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি পরিষদ এর নির্বাচিত সিনিয়র পরিচালক হিসেবে বর্ষসেরা সংগঠক ও কবি সম্মাননা পেয়েছেন ঢাকা নিবাসী ঢাকা নিবাসী লক্ষ্মীপুরের কৃতি সন্তান কবি কথাসাহিত্যিক ও সংগঠক সেলিনা আহমেদ। তিনি লক্ষ্মীপুর উপজেলার দত্তপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ডাঃ শহীদুল্লাহ ও মাতা নাজমা খানম এর একমাত্র কন্যা । বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনের হলরুমে কবি সেলিনা আহমেদের হাতে এ সম্মাননা তুলে দেন জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি টিপু রহমান, কবি ও ছড়াকার আসলাম সানি, বিশিষ্ট সংগীত শিল্পী শাহীন সামাদ, গীতিকার সুজিত মোস্তফা, কবি জাহাঙ্গীর ফিরোজ, সংবাদ পাঠক ফারজানা করিম, জাকপ উপদেষ্টা কবি দিলু রোকিবা এবং সাধারণ সম্পাদক কবি এম শাফায়েত হোসেন , সাইফুল ইসলাম এম.ডি জামাল উদ্দিন,কয়েছ চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ ।কবি সেলিনা আহমেদ এর  রচিত একক কাব্যগ্রন্থ “অবমুক্ত পৃথিবী”

এছাড়াও অনেকগুলো যৌথ কাব্যগ্রন্থ এবং কবিতা ছড়া গল্প প্রবন্ধ বিভিন্ন স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক পত্র পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে এবং তিনি নিয়মিত সাহিত্যচর্চায় মনোনিবেশ করছেন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি