1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে মল্লিক মোঃ মাজহারুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৯১ বার দেখা হয়েছে

গোলাম রব্বানী:
নড়াইলের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কালিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষে এগিয়ে রয়েছেন সম্ভাব্য প্রার্থী- প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক গোয়েন্দা অফিসার ও বিশিষ্ট সমাজ সেবক মল্লিক মোঃ মাজহারুল ইসলাম। জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হওয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। কালিয়া উপজেলাটি একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রায় হাফ-ডজন প্রার্থী নিজেদের অবস্থান থেকে যার যার মতো প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে অধিকাংশ প্রার্থীই আওয়ামী লীগ সরকারদলীয় সমর্থিত প্রার্থী। ইতোমধ্যে দলীয়ভাবে নৌকা প্রতীক না থাকার ঘোষণা দেওয়ায় দলীয় একাধিক প্রার্থী রীতিমত কোমর বেঁধে মাঠে নেমেছেন নির্বাচনী প্রচার প্রচারণায়। প্রার্থীদের তালিকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক গোয়েন্দা অফিসার ও বিশিষ্ট সমাজ সেবক মল্লিক মোঃ মাজহারুল ইসলাম। পরিবারের সুযোগ্য সন্তান তরুণ প্রজন্মের অহংকার সাধারণ মানুষের হৃদয় স্পন্দন, কর্মীবান্ধব নেতা মল্লিক মোঃ মাজহারুল ইসলাম । এর মধ্যে মল্লিক মোঃ মাজহারুল ইসলাম এর পক্ষে তার কর্মী-সমর্থক ও আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ব্যক্তি ইমেজে ভর করে এই মূহুর্তে প্রচার-প্রচারণা ও জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানা যায়। কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ও একটি পৌরসভার সর্বমোট ভোটার সংখ্যা ১,৯৮,১২৫। এর মধ্যে একটা অংশ সনাতন ধর্মাবলম্বী রয়েছেন। এ পর্যন্ত উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ ভোটারদের দেওয়া তথ্যানুসন্ধানে জানা যায়, কালিয়া উপজেলা একটা আওয়ামী লীগ সমর্থিত এলাকা। এখানে যে সকল প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে সবাই আওয়ামী লীগ সমর্থন করে। এদের মধ্যে জনপ্রিয়তা ও প্রচার-প্রচারণায় অনেকটাই এগিয়ে রয়েছেন মল্লিক মোঃ মাজহারুল ইসলাম । সেক্ষেত্রে দলীয় সমর্থনের পাশাপাশি তার ব্যক্তি-ইমেজ আসন্ন নির্বাচনে বড় ভূমিকা রাখবে বলেও বিভিন্ন মহল মনে করছে। মল্লিক মোঃ মাজহারুল ইসলাম শৈশবে ছাত্র রাজনীতির পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়ী করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেন। আজীবন সদালাপী, শিক্ষানুরাগী ও সমাজ হিতৌষী নানা কাজে সম্পৃক্ততার দরুণ জনপদে সাদা মানুষ হিসেবে একটি পরিচিত নাম তার। রাজনৈতিকভাবে তিনি বর্তমানে যদিও উপজেলা আওয়ামী লীগের কোনো পদে নেই কিন্তু তার পরিবার আওয়ামী লীগ সমর্থন করে। তারা দলের দুঃসময়ে নিজের অবস্থান থেকে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ ছাড়া রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন রাষ্ট্রের সাথে ও এলাকার সামাজিক, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে স্ব- স্ব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মল্লিক মোঃ মাজহারুল ইসলাম কর্মী-সমর্থকরা প্রতিদিন উপজেলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তাদের পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রচারণায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি