1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:১৩ অপরাহ্ন

কপিরাইট আইনে মামলা করেছেন মাইলসের কন্ঠশিল্পী শাফিন আহমেদ

মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার দেখা হয়েছে

অনুমতি ছাড়া গান প্রচার করার অভিযোগে  মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদ কপিরাইট আইনে কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের এমডি আশিকুন নবীসহ দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আসাদুজ্জামানের আদালতে তিনি হাজির হয়ে মামলা করেন। শুনানি শেষে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৫ নভেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করা হয়েছে। মামলার অপর আসামি হলেন পরিচালক আশিফুন নবী। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, কণ্ঠশিল্পী মো. শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান অনুমতি ছাড়া বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব, আমাজন, আই টিউনস, এ্যপল মিউজিক প্রচার করে অপরাধ করেছেন। এ অভিযোগে শাফিন আহমেদ কপিরাইট আইনে ৭১/৮২/৯১ ধারায় মামলা করেছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি