1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

টটেনহ্যামকে হারিয়ে লিগ কাপের ফাইনালের পথে চেলসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১২৭ বার দেখা হয়েছে

ম্যাচজুড়ে আক্রমণে একচেটিয়া আধিপত্য করল চেলসি। প্রতিপক্ষের দুটি ভুলের সুযোগে মিলল গোল। টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল টমাস টুখেলের দল।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৬ষ্ঠ মিনিটেই এগিয়ে যায় চেলসি। টটেনহ্যামের ডিফেন্ডার জাফে তাংগাংগার দুর্বল পাস নিয়ন্ত্রণে নিয়ে মার্কোস আলোনসো বল বাড়ান ডি-বক্সে। একটু এগিয়ে হার্ভাটজের শট ডিফেন্ডার দাভিনসন সানচেসের পায়ে লেগে জালে জড়ায়। ৩৪তম মিনিটে তাংগাংগার আরেকটি ভুলে আত্মঘাতী গোল হজম করে টটেনহ্যাম। হাকিম জিয়াশের ফ্রি-কিক ডি-বক্সে হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন তিনি, কিন্তু বল সতীর্থ ডিফেন্ডার ডেভিসের গায়ে লেগে নিজেদের জালেই জড়ায়।

বিরতির আগে ব্যবধান আরও বাড়তে পারত, জিয়াশের ক্রসে ডি-বক্সে অরক্ষিত লুকাকুর হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোলে প্রথম শট নিতে পারে সফরকারীরা। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের ফ্রি-কিক ঠেকান গোলরক্ষক কেপা আরিসাবালাগা।

৬৬তম মিনিটে জিয়াশের থ্রু বল ধরে ওয়ান-অন-ওয়ানে টিমো ভেরনারের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস। বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ পায় স্বাগতিকরা, কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় গোল মেলেনি। যোগ করা সময়ে গোলরক্ষক বরাবর শট মারেন লুকাকু।

আগামী ১২ জানুয়ারি টটেনহ্যামের মাঠে হবে শেষ চারের ফিরতি লেগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি