1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

ন্যাটো সম্প্রসারণ নিয়ে পুতিনকে খোঁচা হিলারি ক্লিনটনের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১ বার দেখা হয়েছে

সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোঁচা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পুতিনকে উদ্দেশ করে হিলারি বলেছেন, ‘খুব খারাপ, ভ্লাদিমির। আপনি এটি নিজের ওপর নিয়ে এসেছেন।’

এই কথার মাধ্যমে হিলারি মূলত ন্যাটোর সম্প্রসারণ ও ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তাকে একপাশে রাখার দায় পুতিনের ওপর চাপিয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের অফিসিয়াল প্রতিকৃতি উন্মোচনের জন্য স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যান হিলারি ক্লিনটন। সেখানে উপস্থিত হয়ে ক্লিনটন রুশ প্রেসিডেন্ট পুতিনকে খোঁচা দেওয়ার পাশাপাশি সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিও বিতৃষ্ণা প্রদর্শন করেন।

মূলত ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছেই পরাজিত হয়েছিলেন হিলারি।

সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি এদিন ইঙ্গিত দেন, মার্কিন মিত্রদের বিচ্ছিন্ন করার যে কাজ ট্রাম্প তার শাসনামলে করেছিলেন, সেটির কারণে রাশিয়ার ইউক্রেন আক্রমণ প্রতিহত করার জন্য কিয়েভের পক্ষে সমর্থন জোগাড়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নিয়ে প্রশ্ন থাকতে পারে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এদিন বলেন, ‘আমরা আমাদের মিত্র এবং আমাদের বন্ধুদের সাথে বন্ধুত্বের অনেক সেতু পুড়িয়ে দিয়েছি, আর তাই লোকেরা এই বিষয়ে সন্দেহ করতেই পারে।’

তিনি বলেন, ‘বৈদেশিক নীতি পুনঃস্থাপন করা … যা আসলে মানুষকে আমাদের কাছে নিয়ে আসে, তাদের দূরে ঠেলে দেয় না, এটি অত্যন্ত কঠিন বলে মনে করা হতো। এবং প্রকৃতপক্ষে এটি আসলেই কঠিন, কিন্তু (ট্রাম্পের আমলে) সেটিই সম্পন্ন করা হয়েছিল।’

এসময় বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে ধন্যবাদও জানান হিলারি। তার মতে, বিশ্বজুড়ে আমেরিকার অবস্থান পুনরুদ্ধারে সহায়তা করছেন ব্লিংকেন।

হিলারি ক্লিনটন বলেন, সহকর্মী ডেমোক্র্যাট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওবামা প্রশাসনের অনেক অগ্রাধিকারমূলক নীতি অনুসরণ করে চলেছেন। মূলত প্রেসিডেন্ট বাইডেন ছিলেন ওবামা প্রশাসনের শীর্ষ মার্কিন কূটনীতিক এবং তিনি বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন।

সাবেক এই মার্কিন ফার্স্টলেডি বলেন, ‘ইউক্রেনে গণতন্ত্র রক্ষা করা, ন্যাটোর সম্প্রসারণ করা – এটি এখন এক বিষয় হয়ে উঠেছে। খুব খারাপ ভ্লাদিমির, আপনি এটি নিজেই সামনে নিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় বলেছি, মানুষকে ন্যাটোতে যোগ দিতে বাধ্য করা হয় না। মানুষ নিজেই সিদ্ধান্ত নেয় এবং ন্যাটোতে যোগ দিতে চায়।’

এসময় ‘ন্যাটো সম্প্রসারণ, রুশ আগ্রাসন মোকাবিলা এবং চীনের পক্ষ থেকে আসা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার’ ক্ষেত্রে ওবামা ও বাইডেন প্রশাসনের অভিন্ন অগ্রাধিকার নীতি হিসাবে ক্লিনটন যা দেখেছেন সেগুলোও বর্ণনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি