Warning: Creating default object from empty value in /home/jatioart/public_html/wp-content/themes/NewsFreash/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
‘বগুড়া-৪ আসন থেকে নিশ্চিত এমপি হচ্ছি’, দাবি হিরো আলমের – দৈনিক জাতীয় অর্থনীতি
  1. bdweb24@gmail.com : admin :
  2. arthonite@gmail.com : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে চলে আসবে : বাণিজ্য প্রতিমন্ত্রী জন্মদিনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ রোববার টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী সরকারকে বাধাগ্রস্ত করতে বিএনপি সব চেষ্টা চালিয়ে যাচ্ছে : কাদের পাট খাতে অবদান রাখায় পুরস্কার পেলেন ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর রংপুরে নিত্যপণ্যের বাজার অস্থির, বিপাকে ক্রেতারা ‘মুক্তিপণ না পেলে আমাদের সবাইকে মেরে ফেলবে জলদস্যুরা’

‘বগুড়া-৪ আসন থেকে নিশ্চিত এমপি হচ্ছি’, দাবি হিরো আলমের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে লড়াই করছেন অভিনেতা ও প্রযোজক হিরো আলম।

আসন দুটি হলো- বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর)।

আজ বুধবার নিজের ভোট দেওয়ার পর সারাদিন দুটি আসনে ঘোরাঘুরি করে সার্বিক পরিস্থিতি দেখে বিকালে হিরো আলমের দাবি, ‘বগুড়া-৪ আসন থেকে নিশ্চিত এমপি হচ্ছি।’

ফেসবুক ও ইউটিউবের ভাইরাল এই তারকা  বলেন, ‘সদরের (বগুড়-৬ আসন) কেন্দ্র সব দখল হয়ে গেছে।

ডিসি-এসপিকে বলেও কোনো কাজ হচ্ছে না। সদরের আশা সব শেষ।  মাঠের অবস্থা খুবই ভালো। কাহালু-নন্দীগ্রামের নিশ্চিত এমপি হচ্চি।’

হিরো আলমের বাড়ি বগুড়া সদরের এরুলিয়া পলিপাড়া গ্রামে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-৬ আসনের সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।

এরপর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘বগুড়া-৬ আসনে আগেই গোলযোগের আশঙ্কা করেছিলাম, সেটাই সত্যি হয়েছে। আমার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তবে বগুড়া-৪ আসনে ভোট সুষ্ঠু হচ্ছে। এভাবে সুষ্ঠু ভোট হলে এই আসনে আমিই বিজয়ী হব।’

আজ বুধবার দেশের মোট ছয়টি আসনে উপনির্বাচন হচ্ছে। তার মধ্যে বগুড়ার দুটি। দুটি আসনেই প্রার্থী হয়েছেন হিরো আলম।

প্রথমে তিনি সিংহ প্রতীক চেয়েছিলেন। তবে তাকে দেওয়া হয়েছে একতারা প্রতীক। এছাড়া তার প্রার্থিতাও বাতিল করেছিল নির্বাচন কমিশন। পরে উচ্চ আদালতে রিট আবেদন করে তা ফিরে পান।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেছিলেন হিরো আলম। সে বার তিনি প্রথমে জাতীয় পার্টির মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। পেয়েছিলেন সিংহ প্রতীক। সে বারও তার প্রার্থিতা বাতিল করেছিল ইসি। পরে একইভাবে উচ্চ আদালতে রিট আবেদন করে প্রার্থিতা ফিরে পান।

যদিও নির্বাচন জিততে পারেননি হিরো আলম। বড় ব্যবধানে হেরে গিয়েছিলেন বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের কাছে। পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিতও হয়েছিলেন। তবে এবার যেকোনো একটি আসন থেকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হিরো আলম। তার দাবি, এবার তার কর্মী-সমর্থক গত নির্বাচনের চেয়ে অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি