1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১৩ পূর্বাহ্ন

বিশ্ব রেকর্ড গড়ল সৌদি ক্লাব আল হিলাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৭১ বার দেখা হয়েছে

করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্লাব ফুটবলের ইতিহাসে টানা ম্যাচ জয়ের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গিয়েছে নেইমার জুনিয়রের ক্লাব।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১২ মার্চ) রাতে আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়েছে আল হিলাল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি দলটির টানা ২৮তম জয়।

ক্লাব ফুটবলের ইতিহাসে বিশ্বের অন্য কোনো ক্লাব টানা এতগুলো ম্যাচ জিততে পারেনি।

ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দা নিউ সেইন্টস ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ জয়ের রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডই ভেঙেছে আল হিলাল। রেকর্ডটি গড়ার পথে সৌদি প্রো লিগে ১৬টি, ঘরোয়া কাপ প্রতিযোগিতায় তিনটি এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ৯টি ম্যাচ জিতেছে দলটি।

মঙ্গলবারের ম্যাচে আল ইত্তিহাদকে পাত্তাই দেয়নি হিলাল। ৬১তম মিনিটে সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসের দলকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মালকম। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল আল হিলাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি