1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০০ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার কে মরণোত্তর সম্মাননা প্রদান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৫০ বার দেখা হয়েছে

মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব: আন্তর্জাতিক মানবকল্যাণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও ৫৪ তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন উক্ত সম্মাননা স্মারক গ্রহণ করেন।বীর মুক্তিযোদ্বা শওকত আলী মাস্টার ৯ মার্চ ১৯৩৮ ইং নরসিংদী জেলার মনোহরদী থানার পীরপুর গ্রামের মুন্সি আবদুস সোবহানের ঔরশে জন্মগ্রহণ করেন। শওকত আলী ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাসকোর্সে বিএ পাস করে মানুষ গড়ার লক্ষ্যে নিয়ে পীরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ঘোষনা-
‘ এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’ শোনার পর থেকেই মায়ের অনুমতি নিয়ে দেশ মাতৃকাকে বাঁচানোর জন্য ১৯৭১ সালের ১২ ই এপ্রিল সাত মাসের গর্ভবতী স্ত্রী আর দুই কন্যাকে রেখে ভারতের আসামে প্রশিক্ষণ নিতে চলে আসেন। সফল প্রশিক্ষণ শেষে ৪ নম্বর সেক্টর, আখাউড়া -ভৈরব এলাকায় জীবন বাজি রেখে বীরত্বের সাথে যুদ্ধ করেন। শওকত আলী মাস্টারের সহধর্মিনী সুফিয়া শওকত। যিনি একজন রত্নগর্ভা মা।বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টার ১৯৯৯ সালের ২২ শে নভেম্বর প্রয়াত হন। নিজ কর্মকান্ডে চিরঞ্জীব হয়ে আছেন তিনি। তার নামে প্রতিষ্ঠিত হয়েছে শওকত আলী মাস্টার স্মৃতি গণপাঠাগার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি