1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ

সীতাকুণ্ডে ডিসি পার্কে ফুল উৎসব দেশ গড়ার কাজে আমাদের সন্তানদের ফুলের মতন গড়ে তুলতে হবে – মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন

রিয়াজ উদ্দীন মাসুম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

রিয়াজ উদ্দীন মাসুম সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

সীতাকুণ্ডে ডিসি পার্কে ১ মাস ব্যাপী ফুল উৎসব উদ্ভোধনী অনুষ্ঠানে দেশ গড়ার কাজে আমাদের সন্তানদের ফুলের মতন গড়ে তুলতে হবে বলে প্রধান অতিথি মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন উপস্হিত সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন।

জানা যায়,আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফৌজদারহাটস্হ ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন,বিশেষ অতিথি ছিলেন,জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুধী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়ল ইসলাম,চট্টগ্রাম জেলা প্রশাসক।এছাড়া

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (শিক্ষা) মোঃ আশরাফুল আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ম্যাজিষ্ট্রেটবৃন্দ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)বৃন্দ প্রমূখ উপস্হিত ছিলেন।প্রধান অতিথি মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন ফুল উৎসব অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তৃতায় বলেন,চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার এই ১৯২ একর জায়গাটি ছিল মাদকের আখড়া।এখানকার জনগণ এবং মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতায় জেলা প্রশাসন জায়গাটি উদ্ধার করে ফুল প্রেমিদের জন্য ফুলের পার্কে পরিণত করে।১ মাস ব্যাপি যে ফুলের উৎসব হবে তা দেখে অন্যান্য জেলা অনুকরণ অনুসরণ করে সারাদেশে ফুলের প্রতি মানুষকে আকৃষ্ট করে তুলবে।এই ফুলের উৎসবে ফুলের সমাহার দেখে আমারও এখন মন চাইছে বার বার আসতে।আমি অনেক দেশে দেখেছি এ ধরনের ফুলের পার্কের মাধ্যমে পর্যটকদের আগমনে অর্থনৈতিক ভাবে দেশ অনেক এগিয়ে যাচ্ছে।আমাাদের মাননীয় প্রধানমন্ত্রীও স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য পর্যটন খাতকে অর্থনৈতিক ভাবে গড়ার তোলার জন্য বেশী নজর দিচ্ছেন।তাছাড়া আমাদের সন্তানদেরকে ফুলের মতন করে গড়ে তুলতে হবে, যাতে তারা নিজেকে দেশ গড়ার কাজে নিয়োজিত করতে পারে।আর আমি মনে করি চট্টগ্রামের জন্য এটি একটি দৃষ্টিনন্দন পার্ক।এটি অর্থনৈতিক ভাবে চট্টগ্রামকে আরো উন্নত করে তুলবে।এখানে পর্যটকরা এসে যাতে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারে এবং দুরদুরান্ত থেকে আসা পর্যটকরা বিশ্রাম করতে পারে,সেজন্য এখানে বিভিন্ন কটেজ বা বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার জন্য যা যা করা দরকার সব ব্যবস্হা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি