1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

সড়কের নয় প্রকল্পে ২৯১৯ কোটি টাকার ব্যয় অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৬৩ বার দেখা হয়েছে

সড়কের নয় প্রকল্পের জন্য ২ হাজার ৯১৯ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার ৬০৩ টাকা ব্যয়ের অনুমোদ দিয়েছে সরকার। এসব প্রকল্পের কাজ করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান।

তিনি বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফর রোড ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট প্রিপারেটরি ফ্যাসিলিটি’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথভাবে এসএমইসি, ওসিজি, ডিওএইচডব্লিউএ, সিসট্রা, এসিই, ডিডিসি কাজ করবে। এসব প্রতিষ্ঠানকে ৭১ কোটি ৮৭ লাখ ৫৭ হাজার ২৮৭ টাকায় নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একই সঙ্গে গোপালগঞ্জের ‘ঘোনাপাড়া থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সড়কাংশ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের ব্যয় অনুমোদন পেয়েছে। ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডিং লিমিটেড এবং হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড যৌথভাবে এটি বাস্তবায়ন করবে। ১৭৯ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৬৬ টাকায় এ কাজ বাস্তবায়নে অনুমোদন দেওয়া হয়েছে।

সড়কের আরও যেসব ব্যয় অনুমোদন পেলো
‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট (বাংলাদেশ)’ প্রকল্পের ৪(সি) প্যাকেজের ভেরিয়েশন বাবদ কোনো অতিরিক্ত ব্যয় বাড়েনি। ফলে মূল চুক্তিমূল্য ৭৫১ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৫১৬ টাকা সংশোধিত চুক্তিমূল্য হিসেবে ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৬ প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ যৌথভাবে হিগো এবং মীর আক্তারকে অতিরিক্ত ১৪৩ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ২৩২ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৭ প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ আব্দুল মোমেন লিমিটেডকে অতিরিক্ত ৩২৮ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৯৪৬ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন পেয়েছে।

‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৮ (লট-২) প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ যৌথভাবে সিপিসি এবং টানটিয়াকে অতিরিক্ত ২৫১ কোটি ১০ লাখ ৫২ হাজার ১১০ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০৯ প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ যৌথভাবে কেএমসি এবং মনিকোকে অতিরিক্ত ২৯৬ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ২৯ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

‘সাসেক সংযোগ সড়ক প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের পূর্ত কাজের ভেরিয়েশন বাবদ যৌথভাবে এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং অতিরিক্ত ৫ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৩১১ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন পেয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি