1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ১১ মে ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানা এলাকা হতে নিখোঁজ ভিকটিমকে ১৭ মাস পর চট্টগ্রাম থেকে মিঠামইন থানা পুলিশ কর্তৃক উদ্ধার

আসাউজ্জামান জুয়েল
  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে

আসাউজ্জামান জুয়েল কিশোরগঞ্জঃ

মিঠামইন থানার জিডি নং-৪৮২, তাং-১২/০৯/২০২২ খ্রিঃ। গত ১২/০৯/২০২২ খ্রি. সংবাদদাতা আঃ খালেক (৪৫), পিতা-পছন্দ আলী, সাং-নবাবপুর, থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ থানায় হাজির হয়ে তার মেয়ে রুমা আক্তার (২০), স্বামীঃ মোঃ হক সাব (২২), সাং-ধলাই (গোপদীঘি ইউপি), থানা-মিঠামইন, জেলা-কিশোরগঞ্জ নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়রীর আবেদন করেন। সংবাদদাতার আবেদনের প্রেক্ষিতে মিঠামইন থানায় একটা নিখোঁজ জিডি লিপিবদ্ধ করা হয়। অনুসন্ধানে জানা যায়, সংবাদদাতার মেয়ে রুমা আক্তারকে মিঠামইন থানার ধলাই গ্রামের মো.হক সাব(২২) এর সাথে গত দুই বছর পূর্বে বিয়ে দেন। পরবর্তীতে ০৭/০৯/২২খ্রিঃ তারিখ রাত অনুমান ১২.০০ ঘটিকার সময় রুমা আক্তার তার স্বামী মোঃ হক সাব এর সাথে পারিবারিক বিষয়াদি নিয়া ঝগড়া করে ধলাই এর স্বামীর বাড়ি থকে বের হয়ে যায়।।পরদিন অর্থাৎ ০৮/০৯/২২খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় রুমার স্বামী মোঃ হক সাব শ্বশুড় বাড়িতে এসে জানায় যে, তার স্ত্রী রুমা আক্তার তার সাথে ঝগড়া বাবার বাড়ি নবাবপুর সাকিনের উদ্দেশ্য বের হয়ে যায়। কিন্তু রুমা আক্তার তার বাবার বাড়ীতে না এসে অন্যত্র চলে যায়।  সংবাদদাতা ও তার আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুজি করে কোথাও রুমা আক্তার এর সন্ধান না পেয়ে সূত্রে উল্লেখিত সাধারণ ডায়েরির আবেদন করেন। সাধারণ ডায়রী মুলে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে ভিকটিমকে খুঁজতে থাকে মিঠামইন থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মিঠামইন থানার এসআই মো: আকবর আলী সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০৬-০২-২০২৪ খ্রি. ঘটিকায় ভিকটিম রুমা আক্তারকে চট্টগ্রাম ডবলমুরিং থানা পুলিশের সহায়তায় চট্টগ্রামের কদমতলি এলাকা হতে জনৈক জসিম এর বাসা হতে উদ্ধার করেন। অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিম অভিমানে বাড়ি থেকে চলে গিয়ে বর্ণিত স্থানে কাজের বুয়ার কাজ নেন। ভিকটিমকে আইনগত প্রক্রিয়া শেষে সংবাদদাতার নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি