1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:১৬ পূর্বাহ্ন

এবার থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হানা, বাজারে ফাঁকা গুলি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৮ বার দেখা হয়েছে

মুহাম্মদ নাজিম উদ্দিন, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতির পর এবার থান‌চি সোনালী ব্যাংক ও কৃ‌ষি ব‌্যাং‌কে দুর্বৃত্তরা হানা দেয়। ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয়ে ‌সোনালী ব‌্যাংক ও বাজা‌রের আশপা‌শে ফাকা গু‌লিবর্ষণ ক‌রে‌ তারা। এ ঘটনায় কু‌কি‌চিন ন‌্যাশনাল ফ্রন্ট  কেএনএফকে দায়ী কর‌ছে স্থানীয়রা।

বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টার দি‌কে এ ঘটনা ঘ‌টে‌ছে।

স্থানীয়রা জানায়, চাকুরীজী‌বি‌দের ঈদের বেতন ও বোনাস ব‌্যাং‌কে আনার পর তাতে নজর দি‌য়ে‌ছে সন্ত্রাসীরা। দুপু‌রে একদল সন্ত্রাসী থা‌নি‌চির সাইজন বম পাড়া এলাকার রাস্তা দি‌য়ে ট্রাক যো‌গে এসে থান‌চি সোনালী ব‌্যাংক ও কৃষি ব‌্যাং‌কে হানা দেয়। এসময় তারা বাইরে ফাকাগু‌লি চা‌লি‌য়ে ব‌্যাং‌কের ভেত‌রে প্রবেশ ক‌রে। এসময় ক‌্যা‌শে থাকা নগদ টাকা নি‌য়ে গে‌ছে ব‌লে দা‌বি স্থানীয়‌দের।

থান‌চি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: জসিম উদ্দিন ব‌লেন, থান‌চি‌তে ব‌্যাং‌কে সন্ত্রাসীরা হানা দি‌য়ে‌ছে। এছাড়া ফাঁকাগু‌লির ঘটনাও ঘ‌টে‌ছে। ত‌বে কত টাকা লুট হ‌য়ে‌ছে তা জানা যায়‌নি। এ ঘটনায় আহতেরও খবর পাওয়া যায়‌নি।

এদি‌কে বান্দরবা‌নের সকল ব‌্যাং‌কের কার্যক্রম নির্ধা‌রিত সম‌য়ের আগেই বন্ধ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি