1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

পাঁচ ওয়াক্ত নামাজ, ইফতার, ও সেহরীর সময় থাকেনা নাগরপুরের বিদ্যুৎ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৮০ বার দেখা হয়েছে

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

নাগরপুরের বিদ্যুৎ একবার গেলে আসার কোন নামিই থাকেনা।ঠিক যেনো পাঁচ ওয়াক্ত  নামাজ, ইফতার, ও সেহরীর সময় গুলো বেঁচে বেঁচে লোডশেডিং দেই।

নাগরপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষ বিদ্যুৎ নামের সোনার হরিণ টাকে যেনো ধরে রাখতেই পারছেনা।

ঠিক তার মধ্যে দপ্তিয়র ইউনিয়নের মানুষ যেনো অতিষ্ঠ। নাগরপুর সাব স্টেশন  থেকে যখন বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা হতো, তখন কিছুটা নাগরপুরের উসিলায়, কিছু টা পাওয়া যেতো বলে জানিয়েছেন এলাকাবাসী। পরবর্তীতে ধুবড়িয়া সাব স্টেশন হওয়াতে, যখন খুসি তখনি লোডশেডিং দিচ্ছে। এই লোডশেডিং এর যেনো কোন শেষ নাই। দপ্তিয়র ইউনিয়ন, ভুগোলহাট, পাইকাইল,লবদিয়া, বালিয়াবন্দর,ধুনাইল এলাকা ঘুরে সরজমিনে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যাই। চব্বিশ ঘন্টায়, চার ঘন্টা বিদ্যুৎ পাই কিনা সন্ধেও আছে জানান তিনারা।

টাংগাইলে বিদ্যুৎতের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।টাঙ্গাইল পবিসির জিএম, জানান।

টাংগাইল পবিস এর লোড শেড তথ্য।

তারিখ-০৫/০৪/২০২৪ সময়ঃ৪.৩০ঘটিকা

১. টাঙ্গাইল গ্রীড চাহিদা : ১২৫ মেঃওঃসরবরাহ : ৫১মেঃওঃলোডশেড৭৪মেঃওঃ( ৫৯%)

২/মির্জাপুর গ্রীড চাহিদা :৫০মেঃওঃ

সরবরাহ : ২৫ মেঃওঃ

লোডশেড : ২৫মেওঃ(৫০%)

৩. কবিরপুর গ্রীড চাহিদা : ২০মেঃওঃ

সরবরাহ : ২০মেঃওঃ

লোডশেড : ০০ (০০%)

৪. ধামরাই গ্রীড চাহিদা : ০০ সরবরাহ : ০০লোডশেড : ০০ টাঙ্গাইল পবিস

মোট চাহিদা : ১৯৫মেঃওঃ থাকলেও বর্তমান পাওয়া যাচ্ছে মোট সরবরাহ :৯৬মেঃওঃ মোট লোডশেডিং হার : ৯৯মেঃ (৫১%) প্রশ্ন থেকেই যাই ৯৯ মে: বিদ্যুৎ টাঙ্গাইল পবিসি কিভাবে ঘাড়তি পুরণ করবে।

আদৌ কি সম্ভব ৫১% বিদ্যুৎ ঘাড়তি পুরণ করা।নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মেজবাউল হক সাংবাদিকদের জনান। বর্তমানে প্রতিটি জাইগাই একি রকম লোডশেডিং চলছে নাগরপুর তার ব্যতিক্রম নয়। চাহিদা অনুযায়ী আমরা পাচ্চি কম যার কারণে এতো লোডশেডিং হচ্ছে।তারি পাশাপাশি ময়মনসিংহ জেলার বিদ্যুৎ ঘাড়তি থাকার কারণে টাঙ্গাইল বিদ্যুৎ দিয়ে তাদের ঘাড়তি পুরণ করা হচ্ছে। পরিশেষে তিনি বলেন বৃষ্টি হলে বিদ্যুৎ স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি