1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৮ পূর্বাহ্ন

করোনা সংক্রমণে ‘লকডাউনে’ ৩৩৩ নম্বরে কল করলে মিলবে ত্রাণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

করোনা সংক্রমণে ‘লকডাউনে’ দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে দেশের ৬৪টি জেলার অনুকূলে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা মানবিক সহায়তা দিয়েছে সরকার।

৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা যেমন- চাল, ডাল, তেল, লবণ ও আলু ইত্যাদি দিতে হবে বলে বরাদ্দপত্রে উল্লেখ করা হয়। বরাদ্দের শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন ওয়ারি বরাদ্দ দেবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে সোমবার থেকে সীমিত ও ১ জুলাই থেকে ‘কঠোর লকডাউনে’ যাচ্ছে সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি