1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:০৯ অপরাহ্ন

নরসিংদীতে পাগলের হাতে ২ কৃষক খুন, আহত-১

মো: খায়রুল ইসলাম
  • আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৪৮০ বার দেখা হয়েছে
নরসিংদীতে পাগলের হাতে ২ কৃষক খুন, আহত-১
ঘাতক ইউনুস আলী

নরসিংদী প্রতিনিধিঃ ইউনুস আলী (২৮) নামে এক পাগলের ছুরিকাঘাতে ২ কৃষক খুন হয়েছে এবং একজন মারাত্বকভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নস্থ ছগরিয়াপাড়া গ্রামে।

পুলিশ এবং এলাকাবাসী জানায়, ঐ গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলী বেশ কিছুদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন অবস্থায় চলাফিরা করত। ঘটনার দিন সকাল আনুমানিক ৯টার সময় ইউনুস আলী তার মা’র সাথে ঝগড়া হয় একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে মাকে আঘাত করলে গেলে ইউনুসের মা পাশ্ববর্তী বাড়িতে গিয়ে প্রাণরক্ষা করে। পরবর্তীতে ইউনুস আলী একটি ছুরি ও রামদা নিয়ে বাড়ির পাশে ঘাষ খাওয়া অবস্থায় একটি ছাগলকে কুপিয়ে টুকরো টুকরো করে মেরে ফেলে। এ ঘটনা দেখতে পেয়ে বাড়ির পাশ্ববর্তী আলী আকবর (৬৮) ঘটনাস্থলে আসলে তাকে ইউনুস আলী এলোপাতারীভাবে কুপিয়ে ও ছুরিকাঘাত করে মারাত্বকভাবে আহত করে। অতিরিক্ত রক্ষক্ষরণের ফলে আলী আকবর ঘটনাস্থলে মারা যায়। এসময় পাশ্ববর্তী বাড়ির ফরহাদ (৫৫) ঘটনাস্থলে দৌড়ে আসলে ইউনুস আলী তাকেও এলোপাতারীভাবে কুপিয়ে মারাত্বকভাবে আহত করে এবং সাথে সাথেই ফরহাদ মারা যায়। এদেরকে দেখার জন্য সেন্টু মিয়া (৬০) নামে একব্যক্তি ঘটনাস্থলে আসলে ইউনুস তাকেও এলোপাতারীভাবে ছুরিকাঘাতে মারাত্বকভাবে আহত হয়। পরে এলাকাবাসীর একত্রিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনুস আলীকে ধরার চেষ্টা করলে ইউনুস আলী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকাবাসী চারদিক ঘেরাও করে ঘাতক ইউনুস আলীকে আটক করতে সক্ষম হয় এবং গণপিটুনী দিয়ে তাকে পুলিশের নিকট সোর্পদ করে।

এদিকে মুমুর্ষ অবস্থায় সেন্টু মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করে। তার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন। খবর পেয়ে নরসিংদী সদর মডেল থানা পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। নজরপুর ইউপি চেয়ারম্যান মো: বাদল সরকারের সাথে আলাপ করলে তিনি জানান, ইউনুস আলী দীর্ঘদিন যাবৎ মানষিক রোগে ভুগছিল।

ইউনুস আলীর মা ফজিলাতুন্নেছা জানান, তার স্বামী দেওয়ান আলী হাজী বেশ কয়েক বছর যাবৎ সৌদি আরবে চাকরি নিয়ে বসবাস করছে। অনেক সময় মাদকের টাকার জন্য ইউনুস আলী তার মাকে চাপ সৃষ্টি করত এবং টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সে তাকে মারধোর করত। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি