1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১২৭ বার দেখা হয়েছে

বিশ্ববাজারে গেল কয়েক মাস নিম্নমুখী থাকার পর আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরির প্রবৃদ্ধির তথ্য এবং চীনের রফতানি সংশ্লিষ্ট তথ্যদি প্রকাশ্যে আসার পর বিনিয়োগ বাড়ায় অর্থনৈতিক মন্দার উদ্বেগ কেটে গেছে। আর এতেই আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

সোমবার (৮ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৭৩ ডলারে উঠে গেছে। এছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর ৭৫ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৯ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে।

শুক্রবার (৫ আগস্ট) জ্বালানি তেলের শীর্ষ ভোক্তা মার্কিন যুক্তরাষ্ট্র জুলাই মাসে চাকরির বাজারের অপ্রত্যাশিত প্রবৃদ্ধির খবর প্রকাশ করেছে। এর পাশাপাশি রোববার (৭ আগস্ট) চীনও প্রত্যাশার তুলনায় রফতানি দ্রুত বাড়ার খবর দিয়ে বিশ্বকে তাক লাগিয়েছে। যার প্রভাবই পড়েছে জ্বালানি তেলের বাজারে।

এর আগে ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া সংঘাত শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম গত সপ্তাহে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। এ সময়ে অপরিশোধিত তেলের দাম ১৩ দশমিক ৭ শতাংশ কমে যায়। ২০২০ সালের এপ্রিলের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক ড্রপ। সে সময়ে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর এক সপ্তাহে ৯ দশমিক ৭ শতাংশ কমে যায়।

এদিকে বিশ্বের শীর্ষ অপরিশোধিত আমদানিকারক দেশ চীনের কাস্টমস ডেটা বলছে, জুলাই মাসে প্রতিদিন গড়ে ৮ দশমিক ৭৯ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করা হয়েছে। যা জুনের তুলনায় বেশি। কিন্তু এখন পর্যন্ত গত বছরের তুলনায় তা ৯ দশমিক ৫ শতাংশ কম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি