1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

বেলারুশকে পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১৪৯ বার দেখা হয়েছে

আগামী কয়েক মাসের মধ্যে মিত্র বেলারুশকে পরমাণু বহনে সক্ষম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে রাশিয়া। মিত্র দেশটিতে ক্ষেপণাস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, এই ইস্কান্দার-এম ব্যবস্থা ‘প্রচলিত ও পরমাণুবাহী উভয় ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে’। জানা গেছে, ইস্কান্দার-এমের পাল্লা ৫০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

চলতি বছর গত ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। প্রেসিডেন্ট পুতিন তখন থেকে পারমাণবিক অস্ত্রের বিষয়টি বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যেটিকে কেউ কেউ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপ না করার একটি সতর্কতা হিসাবে ব্যাখ্যা করছেন।

সেন্ট পিটার্সবার্গের বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো অনুরোধ করার পর শনিবার (২৫ জুন) পুতিন মিনস্কের এস-২৫কে পরমাণু অস্ত্র বহনে সক্ষম করতে বিমানগুলোর আধুনিকায়নে রাশিয়া সাহায্য করবে বলে প্রতিশ্রুতিও দেন।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি