1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে পুলিশ প্রশাসন সেনাবাহিনী মোতায়েন দিয়ে কঠোর লকডাউন, শহরের দোকান পাট বন্ধ

রাকিব হোসেন সোহেল
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পুলিশ প্রশাসন সেনাবাহিনী মোতায়েন দিয়ে কঠোর লকডাউনে দোকান পাট বন্ধ। ০১/০৭/২০২১ইং তারিখ বৃহস্পতিবারে লক্ষ্মীপুর জেলার শহরে দোকান পাট বন্ধ থাকলেও বন্ধ হয়নি সাধারণ মানুষের পথ চলাচল করা।জুলাই মাসের প্রথম দিন ১ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশনে ম্যাজেস্টট, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন বোয়াডার গার্ড দিয়ে লক্ষ্মীপুর শহরে মেইন রোডের পত্যেকটি ঘোল চক্করে আইন প্রশাসনসহ সকলে দ্বায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। এদিকে লক্ষ্মীপুর শহরবাসীদের বাসার ভেতর থেকে বের হতেই দেখা মাত্রেই জিজ্ঞেসা বাদ শুরু করেন কোথায় যাচ্ছেন, কেনো যাচ্ছেন, কেউ বলে বাজারে যাচ্ছি বাজার করার জন্য, আবার দেখা যায় এর মধ্যে অনেকে চুপচাপ কথা না বলে চলে যাওয়ার সময় ডেকে জিজ্ঞেসা বাদ করিলেই বলতে থাকে হাসপাতালে অথবা ঔষধের জন্য ফার্মেসীতে যাওয়ার কথা বলে অযুহাত দিয়ে বের হওয়ার কারণ হচ্ছে এই পথচারীদের।এদিকে দেখা যাচ্ছে মোদী দোকান,খাবারের হোটেল, খোলা রয়েছে।দেখা যায় লক্ষ্মীপুর শহরে মেইন রোডের দুই পাশ্বে, উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন পর্যন্ত সকল দোকান পাট বন্ধ।পৌরসভার বস্ত্রমহল মার্কেট গুলোর মধ্যে ক্রেতা ও বিক্রয়তারা আনাগোনা করতে দেখা যায় দলবদ্ধ ভাবে। নিষিদ্ধ করা অটোরিকশায় ছড়িয়ে ছোট সড়ক রোড গুলোর মধ্যে চলছে জনসাধারণ মানুষের চলাচল। জনসাধারণে মুখে মাস্ক ব্যবহার বেড়েছে।এদিকে চক বাজারের সামনের শহরেরে পোশাক বিতানগুলো বন্ধ দেখা যাচ্ছে। কিন্তু ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী মোতায়েন, পুলিশ, প্রশাসন আসতেই দেখা মাত্রেই দোকানের সার্টার নামিয়ে ফেলা হচ্ছে।লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মার্কেটেরও দোকানগুলোও গতকাল খোলা হলেও আজ সকাল থেকে বন্ধ দেখা যাচ্ছে,এছাড়া কয়েকটি দোকানে দেখা যায়, আধা সার্টার নামানো, ভেতরে তারা বিক্রয়দের মধ্যে ব্যস্ততা দেখা যাচ্ছে ক্রেতাদের নিয়ে, সাংবাদিক দেখে ক্রেতা ও বিক্রয়তারা সবাই উপস্থিতিতে নিরব।এদিকে গতকাল বুধবারে ঢাকা-চট্টগ্রামের উদ্দেশ্যে ভোলা-বরিশাল থেকে আসা মজুচৌধুরীরহাট লঞ্চ গুলো বন্ধ রাখা হয়েছে।সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,গতকাল সোমবারের ফলাফলে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনার ধরা পড়ে যার ফলে করোনার পরিস্থিতি আরো ভয়াবহ অবস্থায়ী রূপ ধারণ করছে দিন দিন রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে।জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন,পণ্যবাহী পরিবহন ও রিকশা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। শপিংমল,মার্কেট,পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।খাবারের দোকান ও হোটেল-রেস্তোরা সকাল ৮ টা থেকে রাত ৪ টা পর্যন্ত খোলা থাকবে। তবে খাবার অর্ডার দিয়ে নিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি