1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

আমাদের সঙ্গে প্রতারণা হচ্ছে, আইসিসিতে আওয়াজ তুলবো : রমিজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার দেখা হয়েছে

নিউজিল্যান্ড ক্রিকেট দলের আচমকা সফর স্থগিতের খবরে বড়সড় ধাক্কাই লেগেছে পাকিস্তানের ক্রিকেটে। কিউইদের দেখাদেখি ইংল্যান্ডও তাদের পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে। আগামী মাসে প্রায় ১৬ বছর পর পাকিস্তান গিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো ইংলিশদের।

পরপর দুইটি সফর এভাবে মাঠে না গড়ানোয় স্বাভাবিকভাবেই হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি অন্য দুশ্চিন্তায়ও পড়ে গেছে পিসিবি। তা হলো, ইংল্যান্ড-নিউজিল্যান্ডের দেখাদেখি অন্যান্য দেশও হয়তো একই কাজ করতে পারে। অথচ ইংল্যান্ডের কাছ থেকে সমর্থন আশা করেছিলেন পিসিবি নতুন চেয়ারম্যান রমিজ রাজা।

স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে রমিজ বলেছেন, ‘গত বছর করোনা পরিস্থিতির মধ্যে আমরা ইংল্যান্ড দলের প্রতি যে সমর্থন দিয়েছিলাম, তা পুরোটাই জলে গেলো। আমরা এতে বড় শিক্ষা পেলাম। এটা অনেক বেশি হতাশাজনক। এখন ইংল্যান্ডের উচিত ছিলো আমাদের পাশে দাঁড়ানো। এটা দুর্ভাগ্যজনক এবং এর প্রভাবে হয়তো অন্যান্য দল একই কাজ করবে।’

তবে এতে দমে যাওয়ার পাত্র নন রমিজ। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে প্রতারিত হলেও নতুন পথ খুঁজে ঘুরে দাঁড়ানোর বার্তাই দিলেন তিনি। পাশাপাশি আইসিসিতে প্রতারণার বিরুদ্ধে আওয়াজ তোলার হুমকিও দিয়ে রাখলেন পিসিবির নতুন চেয়ারম্যান।

পিসিবির পক্ষ থেকে দেয়া ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘আমরা প্রাণবন্ত ক্রিকেট জাতি। আমরা টিকে থাকবো এবং বরাবরের মতোই নতুন পথ খুঁজে নেবো। এটা হয়তো আমাদের পথে ছোট একটা বাধার সৃষ্টি করতে পারে। আমরা প্রতারিত হলাম। আইসিসিতে আওয়াজ তুলবো আমরা। আশা করি এটা স্রেফ একটা বিরতি, আমরা লড়াই করে ঘুরে দাঁড়াবো।’

রমিজ আরও যোগ করেন, ‘আমাদের দেশে ক্রিকেট বন্ধ হয়ে যাবে না। তবে ক্রিকেট সম্প্রদায় যদি এর সব সদস্যের খেয়াল না রেখে, তাহলে এটা থাকার কোনো মানে নেই। নিউজিল্যান্ড, পরে ইংল্যান্ড… আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ রয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়াও নতুন করে ভাবার কথা বলেছে। কার কাছে অভিযোগ করবো? আমরা তাদের আপন ভেবেছিলাম। কিন্তু তারা আমাদের আপন করে নেয়নি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি