1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৬ অপরাহ্ন

‘কিল হিম’ চলচ্চিত্রের শো’য়ে নারীদের হেনস্তার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৮৫ বার দেখা হয়েছে

ঈদে মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন সংশ্লিষ্টরা। এই তালিকায় রয়েছেন অনন্ত জলিল। এবার ঈদে মুক্তি পেয়েছে তার ‘কিল হিম’ ছবিটি। ছবিটি দেখতে গতকাল রোববার স্টার সিনেপ্লেক্সে গিয়েছিলেন অনন্ত। কিন্তু সেখানেই ঘটেছে অপ্রীতিকর ঘটনা। ছবিটির শোতে নারী গণমাধ্যমকর্মীদের হেনস্তা করার অভিযোগ উঠেছে।
সেইসঙ্গে অভিযোগ উঠেছে ছবি দেখতে যে সকল দর্শক উপস্থিত হয়েছিলেন তারা মূলত অনন্ত জলিলের ভাড়া করে আনা লোক। তাদের দ্বারাই হেনস্তার শিকার হয়েছেন নারীরা।
এ প্রসঙ্গে হেনস্থার শিকার হওয়া একজন বলেন, ‘আমরা তার দাওয়াতেই ঈদের দ্বিতীয় দিন সিনেপ্লেক্সে হলে দর্শকদের উপস্থিতি কাভার করতে যাই। কিন্তু সেখানে হারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন তারা কেউ সিনেমার দর্শক নন, তারা অনন্ত জলিলকে স্যার ছাড়া কথা বলেন না। এ ছাড়াও তাদের আচরণ দেখে সবাই বুঝবে তারা যে ভক্ত না, নিজের স্টাফ!’
তবে বিষয়টি অস্বীকার করেছেন সিনেমাটির পরিচালক মো. ইকবাল। তিনি বলেন, ‘এমন কিছুই আমার চোখে পড়েনি। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। কাল তো আমিও ভিড়ে আমার আংটি হারিয়ে ফেলেছি। আর লোক ভাড়া করে আনার যে বিষয়টি বলা হচ্ছে তা মিথ্যা। তারা নায়কের ক্রেজি ভক্ত। অনন্ত ভাইকে এক পলক দেখতেই তারা ছুটে এসেছে।’
ইকবাল আরও বলেন, ‘লোক ভাড়া করে আনার অভিযোগ একেবারেই মিথ্যা। ছবিটি দেখতে আসা দর্শকদে ভিড় উপচে পড়ায় ধাক্কাধাক্কি বেশি হয়েছে। ওই ভিড়ের কবলে অনন্ত জলিলসহ তিনি নিজেও পড়েছিলেন।’
তবে জানা গেছে, শুধু নারীদেরই হেনস্তা করা হয়নি সেখানে। একটি বেসরকারি টিভি চ্যানেলের ট্রাইপড ও অন্য একটি চ্যানেলের ব্যুমও চুরি হয়েছে, ভেঙে ফেলা হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টালের ব্যুম।
সুনান মুভিজের ব্যানারে নির্মিত হয়েছে ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিভচালনা করেছেন মো. ইকবাল। এ ছবির মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেছেন অনন্ত জলিল। এতে তার বিপরীতে বরাবরের মতোই আছেন তার স্ত্রী বর্ষা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি