1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

পশ্চিম গুজরায় ডাঃ নিকুন্জ বিহারী বড়ুয়া ও পঞ্চলতা বড়ুয়ার স্মরনসভা অনুষ্ঠিত

সঞ্জয় বড়ুয়া
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ বার দেখা হয়েছে

সঞ্জয় বড়ুয়া, চট্টগ্রাম  প্রতিনিধিঃ

রাউজান উপজেলাধীন পশ্চিম গুজরা কাঝরদীঘির পাড় গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত ডাঃ নিকুন্জ বিহারী বড়ুয়া ও প্রয়াতা পঞ্চলতা বড়ুয়ার স্মরনে সংঘদান , আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ঐতিয্যবাহী কাঝরদীঘির পাড় গ্রামের সম্রান্ত পরিবারের জন্মজাত কৃতিসন্তান প্রয়াত ডাঃ নিকুন্জ বিহারী বড়ুয়া ও প্রয়াতা পঞ্চলতা বড়ুয়ার পূণ্যস্মৃতি স্বরনে তাদের পরিবার তাদের প্রবাসী পুত্রকন্যাগনের সার্বিক সহযোগিতায়  অষ্টপরিস্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এই আয়োজনে সভাপতির আসন অলংকৃত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ সংঘনায়ক সদ্ধর্মরশ্নি শ্রীমৎ রতনশ্রী মহাথের উদ্ভোধকের আসন অলংকৃত করেন শিক্ষাবিদ সুনন্দ মহাথেরো , সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা ।

প্রধান অথিতির আসন অলংকৃত করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের ।

প্রধান সদ্ধর্মদেশক হিসাবে মঞ্চে আসীন হন প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরো মহোদয়, ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা । প্রধান আলোচক ছিলেন ১১নং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ ।

মহতি এই আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথেরো উদ্ধর্তন সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। অধ্যাপক বিপুলানন্দ মহাথেরো সহ সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা । ধর্মসেনাপতি শ্রীমৎ অভয়ানন্দ মহাথেরো উদ্ধর্তন সহ সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ , শাসনসারথি শ্রীমৎ তিসসানন্দ মহাথেরো, অধ্যক্ষ পাচঁখাইন অমরানন্দ বিহার! ড. প্রিয়দর্শী মহাথেরো যুগ্ন মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা শ্রীমৎ সচ্চিতানন্দ মহাথেরো অধ্যক্ষ কাঝরদীঘির পাড় জেতবন বিহার এবং ধর্মালোচক হিসাবে উপস্থিত ছিলেন সংঘসুহৃদ ধর্মপ্রিয় মহাথেরো- এম এ, সভাপতি বাংলাদেশ বুড্ডিষ্ট মং সোসাইটি ।

পুজনীয় ভিক্ষু সংঘকে পুস্প দিয়ে পুজার পর

মাঙ্গলীক এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন রাউজান প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি, অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বহু গ্রন্থ প্রণেতা দীপংকর বড়ুয়া, ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রিয় কমিটির কারক সদস্য এবং অতি সম্প্রতি নবগঠিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ সভাপতি হিসাবে মনোনিত, সাংগঠনিক ব্যক্তিত্ব ও দীপংকর সুপ্রভা ট্রাষ্ট’র সভাপতি বাবু মৃদুল কান্তি বড়ুয়া ।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাবু অংশুমান বড়ুয়া কার্যনিবার্হী সদস্য রাউজান উপজেলা আওয়ামীলীগ।

অনুষ্ঠানে আরো উপন্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের প্রচার সম্পাদক সওজ কর্মকর্তা বাবু বিশ্বজিত বড়ুয়া! প্রাক্তন প্রধান শিক্ষক শাক্যপদ বড়ুয়া ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার বাবু জগদীস বড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি