1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

বাংলাদেশ দল দেশে ফিরছে কাল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১৭০ বার দেখা হয়েছে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুর্ণাঙ্গ সিরিজ শেষে আগামী বুধবার (১৩ এপ্রিল) দেশে ফিরছে বাংলাদেশ দলের একাংশ। মোট তিন দফায় বাংলাদেশের স্কোয়াডের সকল সদস্য দেশে ফিরবেন।

বুধবারের পর আগামী বৃহস্প্রতিবার (১৪ এপ্রিল) আরও দুই দফায় দেশে ফিরবেন ক্রিকেটাররা। এদিন সকাল ৮ টা ৫৫ মিনিট ও বিকাল ৪ টা ৪৫ মিনিটের আলাদা দুটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন মুমিনুল হক-তামিম ইকবালরা। দেশে ফেরার আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হলেও ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

প্রোটিয়াদের ঘরের মাটিতে এবারই প্রথমবারের মতো তাদের বিপক্ষে ম্যাচ এবং সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে দাপট দেখিয়ে ২-১ ব্যাবধানে জিতেছে তামিম ইকবালের দল।এদিকে বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে পা রাখার কথা লঙ্কানদের। আগামী ১৫ মে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রাম টেস্ট শেষে ঢাকায় ফিরবে দুই দল। তিন দিনের বিরতির পর শুরু হবে দ্বিতীয় টেস্ট। আগামী ২৩-২৭ মে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি