1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

রাউজান উরকিরচরে কেরানী হাট শিরীষ তলায় বর্ষবরন অনুষ্টান ও বৈশাখী মেলা সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৪২ বার দেখা হয়েছে

সঞ্জয় বড়ুয়া, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলা বাংলা নববর্ষ বরণ উপলক্ষে উরকিরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহ্যেবাহী কেরানী হাট শিরীষ তলায় লোকজ সাংস্কৃতিক অনুষ্টান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।১৪ এপ্রিল রবিবার বিকাল ৪.০০থেকে রাত ১০.৩০ মিনিট পর্যন্ত্য অনুষ্টানে উরকিরচর ইউনিয়নের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী বৃন্দ সংগীত,নৃত্য কবিতা আবৃত্তি পরিবেশন করবেন।
এ ছাড়াও টেলিভিশন,বেতারের আমন্ত্রিত শিল্পীরাও সংগীত এবং নৃত্য পরিবেশন করবেন।অনুষ্টান উপলক্ষে কেরানী হাট শিরীষ তলা এখন বনাঢ্য সাজে সেজেঁছে।উল্লেখ্য বিগত কিছুদিন আগে রাউজানের গনমানুষের অভিভাবক, রাউজান থেকে বার বার নিবাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এম পি কেরানী হাটের মাঝখানে প্রাচীন রেন্টি গাছতলাকে শিরীষ তলা নামকরন করেন।
উদযাপন পরিষদের আহবায়ক স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল এর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সচিব রুপায়ন বড়ুয়া কাজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়া । অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক । এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম , উপজেলা আওয়ামীলীগ মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদিব কুমার বড়ুয়া , আওয়ামীলীগ নেতা আবু আলম, সমাজসেবক শিবু প্রসাদ বড়ুয়া, সমাজ সেবক অভয় কুমার বড়ুয়া রানা ,কৃষ্টি প্রচার সংঘ যুব এর সাবেক সভাপতি পুস্পেন বড়–য়া কাজল ,রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম,যুবলীগ নেতা সালাউদ্দিন ,নারী নেত্রী কেমি বড়ুয় মুক্তা,সঞ্চিতা বড়ুয়া, সরোজ বড়ুয়া রুপু, উদযাপন পরিষদের অর্থ সচিব ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়া, আওয়ামীলীগ নেতা শেখ মুফিজ, সমাজ সেবক সমিরন বড়ুয়া।
বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও শিল্পীবৃন্দ তাদের পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে রাখেন । যেসব সংগঠন অংশগ্রহন করেন তার মধ্যে আবুরখীল জনক্যাল সংগীত বিদ্যালয় ,নন্দন কানন মৈত্রী সংঘ ,প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ ,তারাচরন সংগীত কেন্দ্র, শ্রী শ্রী রক্ষাকালী বাড়ী পাঠাগার,বড়িয়াখালী বৌদ্ধ তরুন সংঘ, উত্তর ঢাকাখালী যুবগোষ্টি ,দক্ষিন ঢাকাখালী পল্লীমঙ্গল সমিতি।
সবশেষে আমন্ত্রিত অতিথী শিল্পী বৃন্দ সংগীত পরিবেশন করেন , নৃত্য পরিবেশন করেন-কালার্স একাডেমি ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি