1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

রাউজান ৬ আসনে পূর্ব গুজরা মোহাম্মদীয়া সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত

সঞ্জয় বড়ুয়া
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে

সঞ্জয় বড়ুয়া, রাউজান,চট্টগ্রাম প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬  আসন  রাউজান  উপজেলা ১০ নং পূর্ব গুজরা মোহাম্মদীয়া কেন্দ্রে সুষ্ঠু

শান্তিপূর্ণ পরিবেশে সব ভোটারের উপস্থিতিতে  সুন্দর শান্তি সুশৃঙ্খলের মধ্যে দিয়ে ভোট গ্রহন  অনুষ্ঠিত হয়।

১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আব্বাস উদ্দিন আহমেদ  বক্তব্যে বলেন নারী, পুরুষ, বয়স্ক, বৃদ্ধ, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও বিদেশ  প্রবাসীরা এসেছেন  মাতৃভূমির টানে   নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করেন। এখানে মিডিয়া  সাংবাদিক  ভাইয়েরা উপস্থিত  আছেন। প্রশাসনিক কর্মকর্তা থেকে  শুরু করে সবাই ভোটারের উপস্থিতি দেখে  আমাদের প্রতি সন্তুষ্ট।লাইন ধরে ভোটার গন  সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট দিচ্ছেন ।এখানে  অন্য যে সব  প্রার্থীরা এজেন্ট দিয়েছেন  তারাও  সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান করছেন। রাউজনের  প্রাণপ্রিয় আওয়ামী লীগের   মনোনীত  নৌকার প্রার্থী   জননেতা জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী মহোদয়ের  পক্ষে স্মার্ট বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিক অব্যাহতি রাখতে কাজ করছি। আমরা কোন প্রার্থীর প্রতি বাধা বিরুদ্ধ নেই। সব ভোটার গণ স্বাধীন ভাবে ভোট প্রদান করেছেন।

মফজল হোসেন বক্তব্যে বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৬  আসনে মাননীয়  দেশরত্ন  জননেত্রী শেখ হাসিনা।  রাউজান থেকে  মনোনীত প্রার্থী     জননেতা জনাব এ. বি. এম ফজলে করিম চৌধুরী মহোদয় কে  ভোট দেওয়ার জন্য  বিপুল ভোটারের সমাগম হয়,রাউজানের মানুষ মনে  করেন  বিগত ২৮  বছর যে হিসেবে উন্নয়ন কর্মকান্ড হয়েছে। তারেই উন্নয়নের ধারাবাহিক ধরে  রাখতে সব ভোটার উপস্থিতি উৎসবমুখর পরিবেশে সৃষ্টি হয়, সেই জন্য সর্বপ্রথম মাননীয়  দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে রাউজানের মানুষ এই সিট   উপহার দিতে চাই। রাউজানে যেসব উন্নয়ন হয়েছে জননেতা জনাব এ. বি.  এম ফজলে করিম চৌধুরী  মহোদয়ের প্রতি  সব সম্প্রদায়ের মানুষ  আশাবাদী।এতে আরো উপস্থিত ছিলেন , জনাব মাহমুদ হোসেন,বেলাল হোসেন,৭,৮ও ৯ ওয়ার্ডের ইউপি সদস্যা আশরিফা করিম, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ খালেদ মোঃ জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম,মোঃ

সালাউদ্দিন আহমেদ মোঃ রায়হান উদ্দিন আহমেদ, মোঃ ইলিয়াস,মোঃ রেজাউল,  তপন বৈদ্য, মোঃ মন্নান,মোঃ শাহ আলম, লিটন বৈদ্য,মোঃ সানাউল্লাহ।

আরো ছিলেন আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ নেতা -নেত্রী  বৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি