1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

র‍্যাংকিংয়ে শীর্ষে ব্রাজিল, অবনতি বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১২৩ বার দেখা হয়েছে

বৃহস্পতিবার (৩১ মার্চ) নতুন র‍্যাংকিং ঘোষণা করেছে ফিফা। হালনাগাদ র‍্যাংকিংয়ে বেলজিয়ামকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে ব্রাজিল। ১৮২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে বেলজিয়াম। সেরা আটে থাকা আর কোনো দলের অবস্থানের পরিবর্তন হয়নি। ফ্রান্স তিনে, আর্জেন্টিনা চারে, ইংল্যান্ড পাঁচে, ইতালি ছয়ে, স্পেন সাতে ও পর্তুগাল আট নম্বরে রয়েছে।

এদিকে নতুন র‍্যাংকিংয়ে অবনতি ঘটেছে বাংলাদেশের। মার্চের ফিফা উইন্ডোতে একটিও জয় পেতে ব্যর্থ বাংলাদেশ হালনাগাদ র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে অবস্থান করছে ১৮৮তম পজিশনে।

বাংলাদেশ ফুটবল দল র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় বড় দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পায় না। তাই বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলে র‍্যাংকিং এগিয়ে নিতে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সে দুই ম্যাচের একটিতে হার ও অপর ম্যাচে ড্র নিয়ে ব্যর্থ মিশন শেষে নতুন র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ ফুটবল দল।

ফিফার নতুন র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ আছে ১৮৮তম স্থানে। এর আগের র‍্যাংকিংয়ে ১৮৬তম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্টও কমেছে আগের চেয়ে। আগের চেয়ে ৩.৮৫ পয়েন্ট কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯০৩.৯৮। এর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৯০৭.৮৩।

র‍্যাংকিংয়ে পতন হয়েছে বাংলাদেশ নারী দলেরও। ১০০০.৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ১৪৫তম স্থানে।

এদিকে দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দলেরই অবনতি ঘটেছে নতুন র‍্যাংকিংয়ে। অবনতির পরও দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থান ভারতের । ১১৭৪.৪ পয়েন্ট নিয়ে ১০৬ নম্বর স্থানে আছে ভারত।

বাকি দলগুলোর মধ্যে শুধু মালদ্বীপেরই অবস্থানের উন্নতি হয়েছে। আগের চেয়ে ৩.৯২ পয়েন্ট বাড়ায় মালদ্বীপের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১০২৫.৫। ১৫৬তম স্থানে আছে তারা।

এছাড়া নেপাল ১৬৮তম, ভুটান ১৮৭তম ও পাকিস্তান ১৯৭তম স্থানে অবস্থান করছে।

দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলংকা একদম তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। ২০৫তম স্থানে থাকা শ্রীলংকার নিচে আছে শুধু গুয়াম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি